ফিরল গালওয়ানের স্মৃতি, সাগরে এবার বর্শা-ছুরি-হাতুড়ি দিয়ে আক্রমণ চিন সেনাদের

ফের একবার গালওয়ানের স্মৃতি ফিরল এক দেশে। চিন যেন নিজের চিরাচরিত স্বভাব থেকে বেরোতেই পারছে না। এবার ঘটনাস্থল দক্ষিণ চিন সাগর। মাঝ সাগরে এবার চিনের…

SOUTH CHINA SEA ফিরল গালওয়ানের স্মৃতি, সাগরে এবার বর্শা-ছুরি-হাতুড়ি দিয়ে আক্রমণ চিন সেনাদের

ফের একবার গালওয়ানের স্মৃতি ফিরল এক দেশে। চিন যেন নিজের চিরাচরিত স্বভাব থেকে বেরোতেই পারছে না। এবার ঘটনাস্থল দক্ষিণ চিন সাগর। মাঝ সাগরে এবার চিনের সেনা এবং ফিলিপিন্সের মধ্যে নৌসেনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বৃহস্পতিবার।

দক্ষিণ চিন সাগরে চিন ও ফিলিপিন্সের মধ্যকার বিরোধ বৃহস্পতিবার রক্তাক্ত হামলায় পরিণত হয়। ফিলিপিন্সের নৌবাহিনীর সঙ্গে ভারতের গালওয়ানের মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে চিন বলে অভিযোগ। জানলে অবাক হবেন, দক্ষিণ চিন সাগরে ফিলিপিন্সের নৌবাহিনীর ওপর হাতুড়ি ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে চিন। চিন সেনারা ফিলিপিন্সের সেনাবাহিনীর নৌকাতেও হামলা চালায়।

   

এর আগে সোমবার ফিলিপাইনের একটি সরবরাহ জাহাজের সঙ্গে চিনের একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে উত্তেজনা চরমে ওঠে। এ ঘটনার জন্য চিন ফিলিপিন্সকে দায়ী করলেও ম্যানিলা বেইজিংয়ের দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে। নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চিনের এই হামলায় অনেক নৌসেনা জওয়ান আহত হয়েছেন এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিনা নৌবাহিনীর হামলায় ফিলিপিন্সের এক নাবিক গুরুতর আহত হয়েছেন।

ঘটনা প্রসঙ্গে ফিলিপিন্সের নৌবাহিনীর মুখপাত্র রয় ত্রিনিদাদ বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিলাম না।’ তিনি আরও জানান, ‘চিনা উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদের কাছে ছুরি ও বর্শা ছিল। তারা আমাদের সেনাদের অস্ত্র লুট করেছে এবং ইচ্ছাকৃতভাবে নৌকাগুলির ক্ষতি করেছে।’

রয় ত্রিনিদাদ বলেন, ‘আমরা নিয়ম মেনে চলতাম। আত্মরক্ষার জন্য  বন্দুক ছাড়া অন্য কোনও অস্ত্র ব্যবহার করার নিয়ম নেই। তারপরেও চিন বন্দুকের বদলে হাতুড়ি, চাকু, বর্শা দিয়ে হামলা চালায়।’