সন্দেহভাজন সশস্ত্র দুর্বৃত্তরা মণিপুরের জিরিবাম জেলার লেইনগাংপোকপিতে অবস্থিত একটি পুলিশ ফাঁড়িতে আগুন (Manipur Violence) ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি অগ্নিগর্ভ। রাজ্যের জিরিবাম এলাকা একপ্রকার প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে। জিরিবাম বাঙালি অধ্যুষিত। এই অঞ্চলের বাঙালিরা তীব্র আতঙ্কে পড়শি অসমের কাছাড় জেলায় আশ্রয় নিচ্ছেন। কাছাড়েও আতঙ্ক ছড়িয়েছে। মণিপুরের দিক থেকে সশস্ত্র হামলাকারীদের রুখতে দুই রাজ্যের মধ্যে জিরি নদীর চেক পয়েন্ট জিরিঘাট এলাকায় বিশাল পুলিশ মোতায়েন।
মণিপুরের জিরিবাম অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁড়িটি জিরিবাম জেলা থানা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এবং জিরিবাম এবং তামেংলং জেলার মধ্যে সীমান্তে অবস্থিত। ফাঁড়িটি অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে, অতিরিক্ত পুলিশ ইউনিট মোতায়েন করা হয়।
কৃষকদের দেড়গুণ বেশি আয়ের সুযোগ, ১৪ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের
মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ। তবে সেই বৈঠকে ডাক পাননি মুখ্যমন্ত্রী বীরেন সিং। বিজেপি শাসিত মণিপুর গত এক বছরের বেশি সময় ধরে মেইতেই বনাম কুকি জাতি সংঘর্ষে রক্তাক্ত।