Yogi Adityanath: অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী

কার্যত অল্পের জন্য রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তড়িঘড়ি অবতরণ করানো হল মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার সকালে পাখির ধাক্কায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টারের জরুরি…

Yogi Adityanath

কার্যত অল্পের জন্য রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তড়িঘড়ি অবতরণ করানো হল মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার সকালে পাখির ধাক্কায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টারের জরুরি অবতরণ হয় বারাণসীতে। জানা গিয়েছে, বারাণসীতে রাতভর উন্নয়ন, আইন-শৃঙ্খলা পর্যালোচনা এবং বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শনের পর, যোগী আদিত্যনাথ হেলিকপ্টারে করে বারাণসীর পুলিশ লাইন থেকে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা বলেছেন যে উড্ডয়নের পরেই পাখি চলে আসার কারণে পাইলট জরুরি অবতরণ করেন। পরে মুখ্যমন্ত্রী সড়কপথে এলবিএসআই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং রাষ্ট্রীয় বিমানে করে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হন।

সম্প্রতি স্পাইস জেটের বিমানের জরুরি অবতরণ হয়েছে পাটনায়। পাখির সঙ্গে ধাক্কা লাগার পর বিমানটিতে আগুন ধরে যায়। এর পর দিল্লিগামী বিমানটিকে পটনা বিমানবন্দরে নামানো হয়। বিমানটিতে ১৮৫ জন যাত্রী ছিলেন। অন্য দিকে, আগুন লাগার পর পাইলটরা বুঝেশুনেই পটনার জয় প্রকাশ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করিয়েছিলেন।