Uttarakhand: মৃত্যুফাঁদ দ্রৌপদী কা ডান্ডা, তুষার চাপা অভিযাত্রীদের সারি সারি দেহ উদ্ধার

হিমালয় অভিযানে গিয়ে তুষার চাপা পড়া অভিযাত্রী-পর্বতারোহীদের দেহ উদ্ধার চলছে। তুষারের তলায় চাপা পড়া সারি সারি দেহ বের করে আনছেন উদ্ধারকারীরা। উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের সর্বশেষ…

হিমালয় অভিযানে গিয়ে তুষার চাপা পড়া অভিযাত্রী-পর্বতারোহীদের দেহ উদ্ধার চলছে। তুষারের তলায় চাপা পড়া সারি সারি দেহ বের করে আনছেন উদ্ধারকারীরা। উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের সর্বশেষ হিসেব, শুক্রবার পর্যন্ত মোট ১৯ জনের মৃতদেহ মিলেছে। আরও অনেকে নিখোঁজ। এই অভিযাত্রী দলে মোট ২৭ জন ছিলেন।

  • আইটিবিপি জানিয়েছে, ডোকরানি বামক হিমবাহে অভিযানের সময় তুষারঝড়ে আটকে পড়েন তাঁরা।
  • দ্রৌপদী কা ডান্ডা মূলত প্রশিক্ষণ অভিযান হিসেবে চিহ্নিত।

বিস্তারিত সংবাদ:

দ্রৌপদী কা ডান্ডা থেকে নামানো হচ্ছে একের পর এক পর্বতাভিযাত্রীদের মৃতদেহ। তুষার চাপা আরও কতজন তা নিশ্চিত করা যায়নি। দেরাদুনে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে অভিযান চলছে।

পিটিআই জানাচ্ছে, এখনও অনেক পর্বতারোহী নিখোঁজ। উত্তরকাশী থেকে দ্রৌপদী কা ডান্ডা শিখর-২ অভিযান শুরু হয় গত ৪ অক্টোবর। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (NIM) এই অভিযান পরিচালনা করে। প্রশিক্ষণের জন্য দ্রৌপদী কা ডান্ডা অভিযান বেছে নেওয়া হয়।

১৮ হাজার ফুট উচ্চতায় দ্রৌপদী ডাণ্ডা-২ শৃঙ্গ জয় করতে গিয়ে ১৩ হাজার ফুট উচ্চতায় পৌঁছে তুষারঝড়ের কবলে পড়ে আটকে যান অভিযাত্রীরা। পিটিআই জানাচ্ছে এর পর আটিবিপি, এনডিআরঅফ, এসডিআরএফ একযোগে উদ্ধার অভিযান শুরু করে।

পিটিআই জানাচ্ছে, এই পর্বতারোহী-অভিযাত্রীরা তেলেঙ্গানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অসম, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকের বাসিন্দা।