UP Election2022: রাম ভরসায় অযোধ্যা থেকে লড়বেন যোগী

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের (UP Election 2022)  নির্ঘন্ট প্রকাশ্যে এসেছে। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি সরকার। আসন্ন নির্বাচনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রার্থী হচ্ছেন…

UP CM Yogi Adityanath

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের (UP Election 2022)  নির্ঘন্ট প্রকাশ্যে এসেছে। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি সরকার। আসন্ন নির্বাচনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রার্থী হচ্ছেন অযোধ্যা বিধানসভা কেন্দ্র থেকে। এই নিয়েই এই মুহূর্তে কৌতূহল তুঙ্গে।

পড়ুন: BJP: বঙ্গ থেকে ‘রামরাজ্য’ দলত্যাগ ভাইরাসে আক্রান্ত বিজেপি

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই মঙ্গলবার উত্তরপ্রদেশের বিজেপি সরকার একটি বৈঠক করে। ওইদিনের বৈঠকে দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন। সেখানেই অযোধ্যা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রীর নাম উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্য নির্বাচন কমিশন বা সিইসি নেবেন।

সিইসি-ই সকল প্রার্থী তালিকা চূড়ান্ত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কমিটির একজন সদস্য। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে শীঘ্রই বৈঠক বসবে।

দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। ৫৫ টি আসনে ভোট হবে। অযোধ্যা ছাড়াও মথুরা কিংবা গোরক্ষপুর থেকেও নির্বাচনে দাঁড়াতে পারেন যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ বর্তমানে বিধান পরিষদের সদস্য। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।

গোরক্ষপুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক অনেকদিনে। ১৯৯৮ সাল থেকে পাঁচ বার ওই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। গোরক্ষনাথ মন্দিরের প্রধান পদে তিনি যা ২০১৪ সালে তাঁর পিতার মৃত্যুর পর গ্রহণ করেন।

রাম মন্দির ইস্যুতে বিতর্কিত শহর অযোধ্যাতেও নিজের শিকড় শক্ত করেছেন যোগী। তিনি অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের স্বপ্ন শিখরে রয়েছে, এই ভাবনা কে কাজে লাগিয়ে অযোধ্যাকেই বেছে নিতে পারেন। সেই জল্পনা সত্যি হল।

গত দুদিনে উত্তর প্রদেশের দুজন মন্ত্রী বিজেপি ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের অযোধ্যা থেকে নির্বাচনে লড়াইয়ের বিষয়টি কার্যকর হবে বলেই আশাবাদী গেরুয়া শিবির।

উল্লেখ্য, উত্তর প্রদেশে ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচন হবে আগ্মি ১০ ফেব্রুয়ারি।