HomeBharatUP Election 2022: গোমতীর পারে দুই মৌর্য সেনাপতির যুদ্ধ

UP Election 2022: গোমতীর পারে দুই মৌর্য সেনাপতির যুদ্ধ

- Advertisement -

লড়াই হতে চলেছে সেয়ানে সেয়ানে (UP Election 2022)৷ অস্ত্র সমারোহে সজ্জিত দুই শিবির। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিকল্প পরিকল্পনা কষে রাখছে গেরুয়া শিবির। সমাজবাদীরা ঝালিয়ে নিচ্ছেন যুদ্ধ কৌশল।

গোমতী নদী দুই ভাগে ভাগ করে রেখেছে লখনউ (Lucknow) শহরকে। সেখানকার রাজনৈতিক মানচিত্রও এখন কিছুটা এই শহরের মতো। ভোটের আগে বিভাজন। যাদব গেরিলা আক্রমণে ব্যস্ত করে তুলেছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। স্বামী প্রসাদ মৌর্য গিয়ে ভিড়েছেন সমাজবাদী পার্টির (SP) ঘাটে। তাঁকে কেন্দ্র করে গত নির্বাচনে ঘুঁটি সাজিয়েছিল বিজেপি। সেই তিনিই ঘোষণা করেছেন বিদ্রোহ। সদলবলে গিয়েছেন অখিলেশ যাদবের দরবারে।

   

রাজনৈতিক মহলের অনুমান, দুই দলই চালতে চলেছে একই দান। লুকোচুরি না করে সরাসরি নৌকা ছুটিয়ে দিতে পারেন দুই দলের সেনাপতি৷ ওবিসি ভোটকে সামনে রেখে লড়াই চলবে রাজ্যের সবথেকে দামী কুর্সির জন্য। মৌর্য মোড় ঘোড়ানোর ক্ষমতা রাখেন বলে মনে করছেন একাংশ।

গোমতীর পারে মুখোমুখি হতে পারে ওবিসি বনাম ওবিসি। জানা গিয়েছে, বিজেপি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, আপনা দলের সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল ও নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদকে সামনে রেখে তৈরি করেছে পরিকল্পনা।

দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকের পর কেশব প্রসাদ মৌর্যই এগিয়ে এসেছিলেন সাংবাদিক সম্মেলনে। বিশিষ্ট মহলের ধারণা, বিজেপি কেশব প্রসাদ মৌর্যকে এখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ইতিপূর্বে যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করেছেন। যোগীকে ভোটের মুখ করে নেওয়া হয়েছে শাহী সিদ্ধান্ত। উল্টো দিকে অখিলেশ যাদব। দুই দলেরই প্রধান সেনাপতি মৌর্য।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular