দেশের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পীর জীবনকাহিনি এবার আসছে বড় পর্দায়। কৌতুকশিল্পী কপিল শর্মার (Kapil Sharma) জীবনের অজানা গল্প নিয়ে ছবি বানাতে চলেছেন ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ সিংহ লাম্বা। ছবির নাম ‘ফানকার’। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবে, তা অবশ্য জানানো হয়নি।
প্রযোজকের কথায়, ‘‘গোটা দেশের মানুষকে অবিরাম হাসির খোরাক জুগিয়ে দেন কপিল। আমাদের প্রত্যেকের জীবনেই ভালবাসা, আনন্দ, হাসির প্রয়োজন। যে মানুষ সেই দায়িত্ব নিয়েছেন, তাঁর জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসতে চেয়েছি আমরা।’’
কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের অনুরাগীরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক।
এই ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট’। কপিলের স্ট্যান্ড আপ হিসেবে তৈরি হয়েছে এই বিশেষ পর্ব। আগামী ২৮ তারিখ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই বিশেষ পর্বের ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে নেটফ্লিক্স। তাতে বলা হয়েছে, ‘অমৃতসরের গলি থেকে মুম্বইয়ের সেট পর্যন্ত কপিল শর্মা আমাদের বিনোদনের রসদ জুগিয়ে যাচ্ছেন। এখনও চলছে তাঁর এই সফর। আপনাদের আরও হাসাতে আসছেন কপিল শর্মা।’