UP Election 2022: ভয়াবহ ধস বিজেপিতে, মন্ত্রী সহ বিধায়কদের দলত্যাগ সম্ভাবনা

ভোটের আগে  (UP Election 2022)  উত্তর প্রদেশে হাহাকার। টিকিট চাই। বাড়ছে গোঁসা।  বিজেপির অবস্থা যেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মতো। ধসের কবলে যোগী…

RSS Vs BJP

ভোটের আগে  (UP Election 2022)  উত্তর প্রদেশে হাহাকার। টিকিট চাই। বাড়ছে গোঁসা।  বিজেপির অবস্থা যেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মতো। ধসের কবলে যোগী মন্ত্রিসভা।

রাজ্যের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করতেই বিজেপির উত্তর প্রদেশ ও কেন্দ্রীয়স্তরে প্রবল আলোড়ন পড়ে যায়। হিন্দি বলয়ে স্বামী প্রসাদ মৌর্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা।

নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার হেভিওয়েট স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করায় চরম বিড়ম্বিত খোদ প্রধানমন্ত্রী। সূত্রের খবর দিল্লি থেকে এসে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে লখনউয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

পড়ুন: UP: ভোটে লড়বেন না ‘পিসি’, লখনউয়ের মায়া চমক

স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগ মেনে নেওয়া যায় না। তিনি দলের কাছে সম্মানীয়। দ্রুত সিদ্ধান্ত বদল করুন। এমনই আবেদন করেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ হতচকিত হয়ে যান শ্রমমন্ত্রীর পদত্যাগ সংবাদে। এরপরেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন উপমুখ্যমন্ত্রী।

শ্রমমন্ত্রীর পদত্যাগের পরেই উত্তর প্রদেশ বিজেপির অন্দরমহলে ভয়াবহ ধস নামতে শুরু করেছে। লখনউয়ের খবর, অন্তত ৭ জন বিধায়ক দলত্যাগ করতে চান। তাঁরা স্বামী প্রসাদ মৌর্যের সঙ্গে যোগাযোগ করেছেন। মনে করা হচ্ছে, পদত্যাগের পর দলত্যাগ করতে চলেছেন বিজেরির হেভিএয়েট নেতা স্বামী প্রসাদ।

আরও তাৎপর্যপূর্ণ, শ্রমমন্ত্রীর পদত্যাগের পরেই শ্রম বোর্ড সদস্য রজনীকান্ত মৌর্য পদত্যাগ করেছেন। আরও অনেক বিধায়কের ভূমিকা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।