UP: ভোটে লড়বেন না ‘পিসি’, লখনউয়ের মায়া চমক

ভোটের আগে উত্তর প্রদেশে (UP) ফের চমক। আসন্ন নির্বাচনে রাজ্যের কোনও কেন্দ্র থেকেই লড়বেন না মায়াবতী। মঙ্গলবার বিকেলে দলের পক্ষ থেকে এই কথা জানিয়েছেন বিএসপি…

ভোটের আগে উত্তর প্রদেশে (UP) ফের চমক। আসন্ন নির্বাচনে রাজ্যের কোনও কেন্দ্র থেকেই লড়বেন না মায়াবতী। মঙ্গলবার বিকেলে দলের পক্ষ থেকে এই কথা জানিয়েছেন বিএসপি নেতা এসসি মিশ্র।

মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়েছিলেন সতীশ চন্দ্র মিশ্র৷ তিনিই বহুজন সমাজ পার্টির জাতীয় সাধারণ সম্পাদক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে উত্তর প্রদেশের ৪০৩ টি আসনেই প্রার্থী দেবে বিএসপি। তবে কোনো আসন থেকেই লড়বেন না সুপ্রিমো। সতীশ নিজেও টিকিট নিচ্ছেন না।

দু’জনের ভোটের না লড়ার সপক্ষে তিনি বলেছেন, ‘আমি রাজ্যসভার সাংসদ। আর মায়াবতী ৫ রাজ্যেই ভোট প্রচারে ব্যস্ত থাকবেন। তাই নির্দিষ্ট কোনো কেন্দ্রে মনোনিবেশ করা তাঁর পক্ষে সম্ভব হবে না। যদিও তাতে ভোট ময়দানে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। কারণ মায়াবতী নিজে পর্যবেক্ষণে রাখবেন উত্তর প্রদেশের সার্বিক চিত্র।’ সতীশের দাবি, উত্তর প্রদেশে এবার সরকার গড়বে বিএসপি৷ বিজেপি এবং কংগ্রেস থাকবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। নেত্রী ছাড়াও এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মায়াবতীর ভাইপো আকাশ আনন্দ, সতীশচন্দ্র মিশ্রর স্ত্রী কল্পনা মিশ্র এবং তাঁর ছেলে কপিল মিশ্র।

উত্তর প্রদেশে নির্বাচনের নির্ঘন্ট বাজার আগে থেকেই স্পষ্ট ছিল না মায়াবতীর অবস্থান। সমাজবাদী পার্টির সঙ্গে বাড়িয়েছিলেন দুরত্ব। এক সময় ঘোষণা করেছিলেন, একলা লড়বে তাঁর দল। এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা, মায়াবতী পিছন থেকে সমর্থন জানাতে পারেন বিজেপি৷ নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানানোর পর নেত্রীর মত বদল। অখিলেশ যাদবের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এবার জানা গেল, মায়াবতী তিনি ভোটে লড়বেন না।