UP: কর্মস্থলে নার্সের রহস্যমৃত্যুর পর ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের

উত্তরপ্রদেশের (UP) উন্নাওয়ে বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন এক তরুণী। বাড়ি ফেরার কথা ছিল বিকেলে। কিন্তু বিকেল কেটে রাত গড়িয়ে গেলেও ওই…

mysterious death of a nurse

উত্তরপ্রদেশের (UP) উন্নাওয়ে বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন এক তরুণী। বাড়ি ফেরার কথা ছিল বিকেলে। কিন্তু বিকেল কেটে রাত গড়িয়ে গেলেও ওই তরুণী আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে হাসপাতালে ছাদেই ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ ঘটনায় উত্তরপ্রদেশে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি সরকারের আমলে রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মৃতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শশীশেখর সিং বলেছেন, উন্নাওয়ে নিউ জীবন নামে একটি বেসরকারি হাসপাতালে শনিবার চাকরিতে যোগ দিয়েছিলেন ওই নার্স। কাজের প্রথমদিনেই ওই নার্সের ঝুলন্ত দেহ একটি ঘর থেকে উদ্ধার হয়। ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখার পরও সহকর্মীরা কেউই নামানোর উদ্যোগ নেয়নি। বরং সেই অবস্থায় তারা ছবি ও ভিডিও তুলতেই ব্যস্ত থাকে।

ওই নার্সিংহোমের এক কর্মী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে ওই নার্সের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতার পরিবারের তরফে স্থানীয় থানায় একটি খুন ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অনেকেই বিষয়টিকে গণধর্ষণ বলে মনে করেছেন।

পুলিশ তদন্ত করে দেখছে ওই নার্স আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে খুন করা হয়েছে। পুলিশ অবশ্য এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে।

যথারীতি এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গুরুতর অপরাধ ঘটে চলেছে। অথচ মুখ্যমন্ত্রী যোগী নীরব দর্শক হয়ে বসে আছেন।