Rajnath Singh: ভারতের দিকে চোখ তুলে তাকালে কাউকে রেয়াত করা হবে না

নাম না করে ফেলে চিনকে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন, ‘কেউ যদি ভারতের ক্ষতি করে, তাহলে তাঁকে রেয়াত করা…

rajnath singh

নাম না করে ফেলে চিনকে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন, ‘কেউ যদি ভারতের ক্ষতি করে, তাহলে তাঁকে রেয়াত করা হবে না।’

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটি হওয়ার দিকে এগিয়ে চলেছে।’ সান ফ্রান্সিসকোতে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়কে সম্বোধন করে সিং মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সংক্ষিপ্ত বার্তাও দিয়েছিলেন যে ভারত “শূন্য-সমষ্টি খেলা” এর কূটনীতিতে বিশ্বাস করে না এবং এক দেশের সঙ্গে তার সম্পর্ক অন্য দেশের মূল্যে হতে পারে না।

বর্তমানে ওয়াশিংটন ডিসিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নিতে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এর পর হাওয়াই ও পরে সান ফ্রান্সিসকোতে যান রাজনাথ৷ বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিন সীমান্তে ভারতীয় সেনাদের সাহসিকতার কথা উল্লেখ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘ভারতীয় সেনারা দেশের জন্য কী করেছে এবং আমরা কী সিদ্ধান্ত নিয়েছি তা আমি খোলাখুলি ভাবে বলতে পারি না। তবে আমি অবশ্যই বলতে পারি যে কেউ যদি ভারতকে বিরক্ত করে তবে ভারত ছাড়বে না।’

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ মে প্যাংগং লেক এলাকায় পর ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্ত অচলাবস্থা শুরু হয়। ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এই অচলাবস্থা আরও বেড়ে যায়। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য দেয়নি চিন।