J&K: সেনার সামনে ২ জঙ্গির আত্মসমর্পণ

জঙ্গি দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা বাহিনী। বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাদিগাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয় বলে জানায় পুলিশ। আর…

জঙ্গি দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা বাহিনী। বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাদিগাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয় বলে জানায় পুলিশ।

আর এরপরেই স্থানীয় দুই জঙ্গি আজ আত্মসমর্পণ করেছে বলে খবর। তাদের কাছ থেকে অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ‘এনকাউন্টারের সময় ২ জন স্থানীয় জঙ্গি তাদের বাবা-মা ও পুলিশের আবেদনে আত্মসমর্পণ করে। অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর এনকাউন্টার শুরু হয়। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর প্রতি গুলি ছুড়তে শুরু করে।