চিনের বাড়বাড়ন্ত রুখতে আরও কড়া বার্তা রাজনাথের

পাহাড়ি অঞ্চলে ক্রমশ অগ্রসর হচ্ছে চিন। যার জেরে ক্রমশ অস্বস্তিতে পড়তে হচ্ছে ভারতকে। এরই মাঝে চিনকে যেনতেন প্রকারে রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানালেন কেন্দ্রীয়…

পাহাড়ি অঞ্চলে ক্রমশ অগ্রসর হচ্ছে চিন। যার জেরে ক্রমশ অস্বস্তিতে পড়তে হচ্ছে ভারতকে। এরই মাঝে চিনকে যেনতেন প্রকারে রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

জানা গিয়েছে, রাজনাথ বর্ডার রোডস অর্গানাইজেশনকে (বিআরও) সীমান্ত এলাকায় অবকাঠামোর দ্রুত উন্নয়নের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিআরও-র ৬৩ তম প্রতিষ্ঠা দিবসে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলে চিনের উপস্থিতি বেড়েছে। তারা দ্রুত বিভিন্ন জায়গায় পৌঁছাতে সক্ষম হচ্ছে। বিআরওকে অবশ্যই সমান্তরালভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং প্রযুক্তির পূর্ণ ব্যবহারের মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে। কেন্দ্রীয় সরকার এই লক্ষ্যে বিআরও-কে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

   

এর পাশাপাশি ২০২২-২৩ অর্থবর্ষে বিআরও-র মূলধনী বাজেট ৪০ শতাংশ বাড়িয়ে ৩,৫০০ কোটি টাকা করার সাম্প্রতিক ঘোষণার কথা উল্লেখ করে তিনি দেশের নিরাপত্তা ও সীমান্ত এলাকার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষা মন্ত্রী বিআরও-র প্রশংসা করে বলেন, তারা শুধু যে সব এলাকায় একটি প্রকল্প গ্রহণ করছে সেখানেই নয়, বরং সমগ্র দেশের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির নতুন দরজা খুলে দিয়েছে।

একটি জাতির অগ্রগতিতে সড়ক, সেতু ও সুড়ঙ্গের গুরুত্বের কথা উল্লেখ করে সিং বলেন, বিআরও কর্তৃক সম্পন্ন প্রকল্পগুলি সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি বাড়িয়েছে এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করেছে।