Abhishek Banerjee visit to Assam: অসম সফরে অভিষেক, দলেই গুঞ্জন ‘গোয়ার মতো হাল হবে’

জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়াতে বঙ্গের বাইরেও সাংগঠনিক বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ নজরে রয়েছে উত্তর-পূর্ব ভারত। অসমের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকের জন্য…

Abhishek Banerjee visit to Assam

জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়াতে বঙ্গের বাইরেও সাংগঠনিক বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ নজরে রয়েছে উত্তর-পূর্ব ভারত। অসমের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকের জন্য যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূল সূত্রে খবর, ১১ মে অসম সফরে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। সেখানে গিয়ে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার নেত্রী সুস্মিতা দেব এবং ব্রহ্মপুত্র উপত্যকার রিপুন বরার সঙ্গে বৈঠক করবেন তিনি। সুস্মিতা ও রিপুন দুজনকেই অসম প্রদেশ কংগ্রেস থেকে ভাঙিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস।

তবে অসমে গেলেও মেঘালয় সফরে এখনই যাচ্ছেন না অভিষেক। সেরাজ্যের দায়িত্বে থাকা মানস ভুঁইয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। কথা হচ্ছে মুকুল সাংমার সঙ্গে। মেঘালয়ে এখন তৃণমূল বিরোধী দল। সূত্রের খবর, ফের টিএমসি বিধায়করা কংগ্রেসে ফিরতে পারেন। অভিষেকের সফর নিয়ে তৃণমূলের অন্দরেই গুঞ্জন, এ রাজ্যেও গোয়ার মতো শূন্য হাতে ফিরতে হবে। অসমে অভিষেকের কঠিন পরীক্ষা।

অসমে সংগঠন বাড়িয়ে নিতে টিএমসি ততপর।কিছুদিন আগেই কলকাতায় এসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন রাজ্যসভার সাংসদ রিপুন বরা। তিনি অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন।অসমে তৃণমূলের সাংগঠনিক বিস্তারের দায়িত্ব বর্তেছে তাঁর ওপরে। সম্প্রতি অসমে বিভিন্ন দল থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের তৃণমূলে যোগদান করিয়েছেন রিপুন বরা এবং সুস্মিতা দেব।

২০১৬ সালের নির্বাচনের পর অসমে ক্রমাগত ক্ষমতা হারাতে শুরু করেছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনেও কোনও চমক আনতে পারেনি তারা। বরং নিজের ক্যারিশমায় ফের ক্ষমতায় এসেছে বিজেপি। তাই গুয়াহাটিতে নতুন রাজ্য দফতর খুলে কাজ শুরু করতে চাইছে তৃণমূল। সেখানেই যোগদান থেকে যাবতীয় কাজ সারা হবে।

তবে আগামী বছর রয়েছে ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচন। এই দুটি রাজ্যেও নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছে তৃণমূল।