IndiGo: কপাল জোরে রক্ষা পেলেন যাত্রীরা, খুব কাছাকাছি দু’টি প্লেন

বিমানবন্দর থেকে টেক-অফ করার পরেই কাছাকাছি চলে এসেছিল দু’টি প্লেন। একটি প্লেনের (Flight) ওপর দিয়ে বেরিয়ে গেল অন্যটি। Advertisements ঘটনাটি সরকারি নোট বুকে কেউ লিখে…

বিমানবন্দর থেকে টেক-অফ করার পরেই কাছাকাছি চলে এসেছিল দু’টি প্লেন। একটি প্লেনের (Flight) ওপর দিয়ে বেরিয়ে গেল অন্যটি।

Advertisements

ঘটনাটি সরকারি নোট বুকে কেউ লিখে রাখেনি বলে শোনা যাচ্ছে। এদিকে এয়ারপোর্টে যারা এই দৃশ্য দেখেছেন তাদের বুক কেঁপে উঠেছিল তখন। বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport) খানিক্ষণের জন্য বিস্ফারিত হয়েছিল বহু চোখ। দুর্ঘটনা ঘটে তাই রক্ষে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ইন্ডিগোর দু’টি বিমান।

   

এ ব্যাপারে সংবাদ সংস্থার সামনে মুখ খোলেননি কোনো কর্তা। ইন্ডিগো (Indigo) অথবা এয়ারপোর্টে অথোরিটির অব ইন্ডিয়া, কেউই কিছু বলেননি ঘটনা প্রসঙ্গে। ঘটনাটি দিন দশেক আগের, ৯ জানুয়ারির সকালে। বেঙ্গালুরু- কলকাতা (6E455) এবং বেঙ্গালুরু- ভুবনেশ্বর (6E246) রুটের দু’টি বিমান সবে উঠেছিল মাটি ছেড়ে। এরপরেই ৫ মিনিটের মধ্যে প্লেন দুটো চলে এসেছিল একে অন্যের দিকে।

সরকার বা বিমান সংস্থা মুখে খিল আঁটলেও মন্তব্য করেছেন ডিজিসিএ প্রধান অরুণ কুমার বলেছেন, ‘ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। যাদের দোষী বলে গণ্য করা হবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করে রয়েছে।’ জানা গিয়েছে, র‍্যাডার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকার ব্যক্তি উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। পাইলটদের সঙ্গে কথা বলে নিরাপদে বিমান দু’টিকে গন্তব্যের দিকে পাঠিয়েছিলেন তিনি।