BJP: বঙ্গ বিজেপির অন্দরে ‘পিকনিক কান্ড’, শান্তনু বিদায়ের বার্তা গেল

বিদেয় করুন দ্রুত, এমনই বার্তা পৌঁছে গেল কলকাতা থেকে দিল্লি। তবে বিজেপি (BJP) দিল্লিওয়ালাদের অত সময় নেই। বলা হয়েছে ধৈর্য রাখতে। বিক্ষুব্ধ নেতদের বিরুদ্ধে নালিশ…

BJP

বিদেয় করুন দ্রুত, এমনই বার্তা পৌঁছে গেল কলকাতা থেকে দিল্লি। তবে বিজেপি (BJP) দিল্লিওয়ালাদের অত সময় নেই। বলা হয়েছে ধৈর্য রাখতে।

বিক্ষুব্ধ নেতদের বিরুদ্ধে নালিশ ঠুকল রাজ্য বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তাঁর গোষ্ঠীর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।

অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে হোর্ডিং ও পোস্টারের ছবি ই মেল করা হয়েছে দিল্লিতে। কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের বৈঠকে উপস্থিত বিক্ষুব্ধ নেতাদের তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে পৌঁছে গেছে তালিকা।

এর পাশাপাশি সোমবার উত্তর ২৪ পরগনার গোপালনগরে বিক্ষুব্ধদের বৈঠকে উপস্থিত নেতাদের তালিকা গিয়েছে দিল্লিতে। সেই বৈঠকে ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার, নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিসকুমার বিশ্বাস, বিক্ষুব্ধ নেতা সায়ন্তন বসু ও রীতেশ তিওয়ারি।

পিকনিক নাকি দলভাঙার ছক এই নিয়ে চলছে চর্চা। বঙ্গ বিজেপির নেতারা পরস্পরকে কাদা মাখাতে প্রস্তুতি নিচ্ছেন।