Tripura Election 2023: হেলিকপ্টারে এসেছে ১৮ হাজার কোটি টাকা! ত্রিপুরা সরগরম

ভোট পরবর্তী বিধায়ক কেনার জন্য এই বিপুল অংকের টাকা লাগবে। এমনই সব আলোচনায় ত্রিপুরার বিধানসভা ভোট (Tripura Election 2023) তীব্র উত্তেজনাময়। মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার। ১৬ ফেব্রুয়ারি ভোট।

Helicopter Tripura election money

একটি রহস্যজনক হেলিকপ্টারে বস্তা বস্তা টাকা আনা হয়েছে। সেই টাকা ভোট কিনতে ও রিগিং করানোর জন্য কাজে লাগবে। ভোট পরবর্তী বিধায়ক কেনার জন্য এই বিপুল অংকের টাকা লাগবে। এমনই সব আলোচনায় ত্রিপুরার বিধানসভা ভোট (Tripura Election 2023) তীব্র উত্তেজনাময়। মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার।  ১৬ ফেব্রুয়ারি ভোট।

এর মাঝে হাজার হাজার কোটি টাকা নিয়ে এক হেলিকপ্টার ঘিরে রহস্য জমজমাট। কেউ বলছেন গুজব, কেউ বলছেন বিজেপি প্রার্থীর গাড়িতে তাহলে ৮ লক্ষ টাকা কী করে মিলল? বিরোধী দলনেতা মানিক সরকার সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন, আমিও এই হেলিকপ্টারের কথা শুনে স্তম্ভিত। তবে চাক্ষুস দেখিনি।

তাৎপর্যপূর্ণ, রাজ্যের সিমনা বিধানসভার বিজেপি প্রার্থী বিনোদ দেববর্মার হয়ে প্রচার করা বিজেপির পতাকা দেওয়া গাড়ি থেকে ৮ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তীব্র অস্বস্তিতে পড়ে যান বিজেপি প্রার্থী। কেন প্রার্থীর প্রচার গাড়িতে লক্ষ লক্ষ টাকা রাখা ছিল তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। রাজধানী আগরতলা থেকে লক্ষাধিক টাকা নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি আটক করা হয়। আরও একটি গাড়ি থেকে বিপুল পরিমান মেবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মনিপুর থেকে আসা বিজেপি নেত্রী ঘরে ঘরে ঢুকে টাকা বিলি করছেন। অভিযোগ, তিনি টাকা বিলি করে দলের হয়ে ভোট কিনছিলেন। ভাইরাল ভিডিওর পর থেকে মণিপুরের সেই বিজেপি নেত্রী নিরুদ্দেশ।

অভিযোগ, ভোট কেনার জন্য রাজ্যে কালো টাকা ছড়ানো হচ্ছে। বিরোধীদের অভিযোগ, টাকা ছড়িয়ে ভোট লুঠ করতে মরিয়া শাসক বিজেপি। আর শাসকদলের দাবি, সিপিআইএম ও কংগ্রেসের সমঝোতাকে রাজ্যবাসী প্রত্যাখ্যান করবেন।