Tripura Election 2023: ত্রিপুরায় পুলিশের সামনেই রাম-বাম সংঘর্ষ, শাহর নিরাপত্তা নিয়েই প্রশ্ন

একই দিনে শাহ-মমতার ত্রিপুরা অভিযান শুরু হচ্ছে। সোমবার ত্রিপুরা বিধানসভা ভোট (Tripura Election 2023) প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)

amit shah

একই দিনে শাহ-মমতার ত্রিপুরা অভিযান শুরু হচ্ছে। সোমবার ত্রিপুরা বিধানসভা ভোট (Tripura Election 2023) প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সফর উপলক্ষে রাজ্যের খোয়াইতে নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ত্রুটি ধরা পড়ল। অভিযোগ, খোয়াইতে ভোট প্রচার ঘিরে শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএমের মধ্যে দফায় দফায় সংঘর্ষ যখন চলছিল তখন নিরাপদ দূরত্ব থেকে পুলিশ ছিল নির্বিকার।

এই অভিযোগ ঘিরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের হাওয়া আরও গরম। তবে শাসক বিজেপির (BJP) তরফে অভিযোগ, সিপিআইএমের (CPIM) তরফে হামলা চলানো হয়ে। সিপিআইএমের দাবি দলীয় প্রার্থী বিজিতা নাথের হয়ে প্রচারসজ্জার কাজ চলছিল তখনই বিজেপির তরফে হামলা হয়ে। সেই হামলার প্রতিরোধ করা হয়েছে।

ত্রিপুরায় ভোটের দিন ঘোষণার পর থেকে খুন, গুলি চালনার ঘটনায় বার বার পরিস্থিতি গরম হয়ে গেছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, এ রাজ্যে বিগত সময়ে যে ভোট কেন্দ্রীক সংঘর্ষ ছড়িয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে তেমন করতে দেওয়া হবে না। তবে কমিশনের দাবি মানতে নারাজ ভোটাররা। অভিযোগ, খোয়াইতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষ দেখেছে।

সোমবার রাজ্যে আসছেন শাহ। আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই ভিভিআইপির পাশাপাশি আরও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, মুখ্যমন্ত্রীরা প্রচার করছেন। তবে আগরতলায় মমতার পদযাত্রা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তীব্র। বিশ্লেষণে উঠে আসছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনে রিগিং অভিযোগ। আবার দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় ভোট লুঠে সর্বাধিক অভিযুক্ত গেরুয়া শিবির।