BJP leader killed: পরিবারের সামনেই বিজেপি নেতাকে কুপিয়ে খুন করল মাওবাদীরা

রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপির মণ্ডল সভাপতি নীলকান্ত কাক্কেমকে নৃশংসভাবে হত্যা (BJP leader killed) করে মাওবাদীরা।

Nilakantha Kakkam

রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপির মণ্ডল সভাপতি নীলকান্ত কাক্কেমকে নৃশংসভাবে হত্যা (BJP leader killed) করে মাওবাদীরা। নিজের গ্রাম থেকে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন তিনি।  এদিকে পথে পথে গাড়ি থামায় মাওবাদীরা। এরপর পরিবারের সদস্যদের সামনেই তাকে কুড়াল ও ছুরি দিয়ে হত্যা করা হয়। এর পর সে জঙ্গলে পালিয়ে যায়। মাওবাদীদের ছোট অ্যাকশন গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। মামলাটি আওয়াপল্লী থানা এলাকার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তথ্য অনুসারে, বিজাপুরের উসুর বিজেপি মণ্ডল সভাপতি নীলকান্ত কাক্কেম তার পরিবারের সাথে তার বোনের বিয়ের প্রস্তুতি দেখতে রবিবার তার নিজ গ্রামে পেকারম গিয়েছিলেন। এই এলাকাটি চরম মাওবাদী প্রভাবিত এলাকা বলে পরিচিত। সেখান থেকে বিকেল ৩টার দিকে সবাই আওয়াপল্লীতে ফিরছিলেন। এদিকে পথে তাকে ঘিরে ফেলে মাওবাদীরা। এরপর গাড়ি থেকে নেমে কুড়াল ও ছুরি দিয়ে ক্রমাগত হামলা চালিয়ে প্রাণ কেড়ে নেয় সে। তারপর সেখান থেকে পালিয়ে যায়।

দীর্ঘ ৩০ বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন
প্রায় ৩০ বছর রাজনীতিতে ছিলেন নীলকান্ত কাক্কেম। তিনি স্থানীয় স্তরে বিজেপির একজন শক্তিশালী নেতা ছিলেন এবং গত ১৫ বছর ধরে, উসুর বিজেপি মন্ডল সভাপতির কাজ পরিচালনা করছিলেন। ছিলেন প্রাক্তন জনপদ পঞ্চায়েত সদস্যও। ঘটনাটি ঘটেছে আওয়াপল্লী থানা থেকে প্রায় আট কিলোমিটার দূরে পেকারমে। এ কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজাপুরের এসপি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।