Tripura: বিজেপির রাম দা বনাম সিপিআইএমের বাঁশ, ভয়াবহ সংঘর্ষে এলাকাছাড়া শাসকপক্ষ

রাম দা বনাম বাঁশ! রাম-বাম লড়াইয়ে ফের সরগরম উত্তরপূর্বের বাংলাভাষী প্রধান রাজ্য (Tripura) ত্রিপুরা। এ রাজ্যে গত বিধানসভা ভোটে ২৫ বছরের বাম শাসনের অবসান হয়েছে।…

রাম দা বনাম বাঁশ! রাম-বাম লড়াইয়ে ফের সরগরম উত্তরপূর্বের বাংলাভাষী প্রধান রাজ্য (Tripura) ত্রিপুরা। এ রাজ্যে গত বিধানসভা ভোটে ২৫ বছরের বাম শাসনের অবসান হয়েছে। ফের ভোট আসছে।

বিরোধী দল সিপিআইএমের (CPIM) সমর্থকদের বাঁশপেটা খেয়ে ছন্নছাড়া ত্রিপুরার শাসকদল বিজেপির (BJP) রাম দা হাতে নিয়ে আসা বাইক বাহিনী। তুমুল রাজনৈতিক সংঘর্ষে জখম একাধিক বিজেপি সমর্থক। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শাসক বিজেপির অভিযোগ, যখন সিপিআইএমের সমর্থকরা মারছিল তখন পুলিশ নীরবে সব দেখছিল। এ ঘটনা খোয়াই জেলার সিঙ্গিপাড়া বেলতলার।

বু়ধবার খোয়াই জেলায় রাজনৈতিক কর্মসূচি ছিল সিপিআইএমের। সেই মিছিলে বিজেপির বাইক বাহিনীর হামলা চালায় বলে অভিযোগ। একেবারে রণমূর্তি নেয় সিপিআইএম। অভিযোগ, শয়ে শয়ে দলীয় সমর্থক দলের ঝান্ডাকে ডান্ডা বানিয়ে শাসক বিজেপির উপর হামলা করেছ। বিজেপির বাইক বাহিনীর সদস্যরা মার খেয়েছে বলে জানা যাচ্ছে। বিরোধী দলের এমন মূর্তিতে রাজনৈতিক হাওয়া গরম। কমপক্ষে ১০ জন বিজেপি সমর্থক জখম।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টানা আড়াই দশকের ক্ষমতা হারানোর পর ভোটের ময়দানে ক্রমাগত কোণঠাসা হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রণমূর্তি নিয়েছে ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম। ‘ঝান্ডা কে ডান্ডা বানাও’ বার্তা দিয়েছেন সিপিআইএম নেতারা। সম্প্রতি আগরতলার জনসমাবেশে বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন, লড়াই হবে প্রবল। রাজনৈতিক মহলের বিশ্লেষণ বিরোধী দলের রাজ্য সম্পাদক পদে জীতেন্দ্র চৌধুরী আসার পর সিপিআইএম আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে বারবার।

শাসকদল বিজেপির বিরুদ্ধে বারবার রাজনৈতিক সন্তাসের অভিযোগ উঠেছে। বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে ডা মানিক সাহাকে এনেছে বিজেপি। তিনি শান্তি পরিস্থিতি কায়েমের বার্তা দিলেও বারবার রাজনৈতিক হামলায় অভিযুক্ত বিজেপি। তবে সব অভিযোগ খারিজ করে শাসকদলের দাবি, রাজ্যে সুশাসন চলছে।

রাজনৈতিক সংঘর্ষে খোয়াই সহ ত্রিপুরার সর্বত্র গরম হয়েছে। গত বিধানসভা ভোটের পর থেকে বারবার হামলায় অভিযুক্ত হয়েছে বিজেপি। এমনকি রাজধানী শহর আগরতলায় পরপর হামলা, সংবাদপত্র দফতর ভাঙচুর ও ব্যাপক রিগিংয়ে অভিযুক্ত ত্রিপুরার শাসকদল।

তবে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই মারমুখী হয়ে উঠছে বিরোধী দল সিপিআইএম। এদিনের ঘটনা তারই প্রমাণ। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বারবার দলীয় সমর্থকদের উত্তেজিত করছেন বলে শাসক বিজেপির অভিযোগ। একই অভিযোগ উঠেছে সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধেও। তবে বিরোধী দলের দাবি, বিজেপির সন্ত্রাস রুখছেন জনগণ।