Parliament Security: সংসদে কোটি কোটি টাকার নিরাপত্তা দরপত্র খোলার আগেই স্নোক বম্ব হামলা: দ্য হিন্দু

সংসদে স্মোক বম্ব হামলার আগেই নিরাপত্তা (Parliament Security) ব্যবস্থা ঢেলে সাজাতে কোটি কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডার খোলা হবে আগামী 22 ডিসেম্বর। তার…

Parliament Security

সংসদে স্মোক বম্ব হামলার আগেই নিরাপত্তা (Parliament Security) ব্যবস্থা ঢেলে সাজাতে কোটি কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডার খোলা হবে আগামী 22 ডিসেম্বর। তার আগেই বুধবার বিজেপি সাংসদের ইস্যু করা পাস নিয়ে লোকসভা অধিবেশন কক্ষে ঢুকে ধোঁয়ার বোমা চার্জ করে ‘হামলা’ চালিয়ে তানাশাহি নেহি চলেগি বলে স্নোগান দেওয়ার ঘটনা ঘটেছে। ভগত সিং ফ্যান ক্নাব সদস্য চারজনকে গ্রেফতার করা হয়। তারা আদালতের নির্দেশে সাত দিনের বিশেষ পুলিশ হেফাজতে আছে। সংসদে স্নোক বম্ব হামলার পর প্রধানমন্ত্রী মোদীর দাবি করা অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার দূর্বলতা প্রকট অভিযোগে এতে তীব্র বিতর্ক।

আরও পড়ুন: Parliament Security: ভগৎ সিং ফ্যান ক্নাব সদস্যদের পুলিশ হেফাজত 

The Hindu’ জানাচ্ছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা পুনর্নির্মাণের বিষয়ে CPWD দরপত্র প্রণয়ন করেছিল। সেই দরপত্রে আনুমানিক 35 কোটি ব্যয়ে নিরাপত্তা গ্যাজেট, বুলেটপ্রুফ ঘেরাও সহ অভ্যর্থনা লাউঞ্জ এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো পুনঃনির্মাণ করার কথা আছে। দরপত্র 22 ডিসেম্বর খোলা হবে। তার আগেই হামলা হয়েছে।

The Hindu আরও জানাচ্ছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের আওতাভুক্ত সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD) লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের একদিন আগে 12 ডিসেম্বর সংসদ কমপ্লেক্সের জন্য অতিরিক্ত নিরাপত্তা পরিকাঠামোর জন্য একটি টেন্ডার তৈরি করেছিল।

আরও পড়ুন: Parliament Security: সংসদে স্নোক বম্ব ‘হামলা’র পরিকল্পনাকারী ললিত ঝা কি বাম ঘনিষ্ঠ?  

CPWD টেন্ডার নথি শিরোনামে বলা হয়েছে, “সংসদ কমপ্লেক্স, নিউ দিল্লিতে অভ্যর্থনা লাউঞ্জ এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামোর পুনর্নির্মাণ” – এর আনুমানিক খরচ 35 কোটি। দরপত্রে বলা হয় উচ্চ মাত্রার নিরাপত্তা সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়নের সময় জনশক্তি, উপাদান এবং নির্মাণ সরঞ্জামের প্রবেশ এবং প্রস্থানের জন্য কঠোর অ্যাক্সেস-নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হবে। দরদাতাকে তার নিজের খরচে কাজের সাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়েছে নির্বাচিত ঠিকাদারকে দক্ষ, আধা-দক্ষ এবং অদক্ষ কর্মী, অভিজ্ঞ সুপারভাইজার এবং পেশাদার প্রকৌশলীদের বিশাল জনবল দিয়ে তিন শিফটে কাজটি সম্পাদন করতে হবে।

22 ডিসেম্বর নিরাপত্তা ব্যবস্থার দরপত্র খোলার আগেই 13 ডিসেম্বর জিরো আওয়ারে দুজন পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপ দেয়। ধোঁয়ার বোমা ছুঁড়ে প্রতিবাদ দেখান। কী করে তারা একাধিক নিরাপত্তা বলয় পার করে এমন কাণ্ড ঘটাতে পারল তা তীব্র বিতর্কিত। ওই ঘটনার সময় আরও দু’জন সংসদের বাইরে রঙিন ধোঁয়া ছিটিয়েছে এবং সংসদ চত্বরের ঠিক বাইরে স্লোগান দিয়েছে। চারজনকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, একটি সন্ত্রাসবিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।