Odisha Train Accident: কাকে খুঁজছেন? লাস ঘাঁটতে ঘাঁটতে জবাব এল ছেলেকে খুঁজছি

ট্রেন দুর্ঘটনার (odisha train accident) পর সারি সারি দেহ রাখা আছে। নম্বর দেওয়া দেহ। উপরে ঘড়ঘড় করে পাখা ঘুরছে। একটার পর একটা দেহের সাথে দেওয়া…

ট্রেন দুর্ঘটনার (odisha train accident) পর সারি সারি দেহ রাখা আছে। নম্বর দেওয়া দেহ। উপরে ঘড়ঘড় করে পাখা ঘুরছে। একটার পর একটা দেহের সাথে দেওয়া নম্বর ও নাম দেখছেন এক ব্যক্তি।
-কিসিকো ঢুঁড রহে হো? (কাউকে খুঁজছেন?)
-জি হাঁ ( হ্যাঁ)
-কিসকো?(কাকে?)
-মেরা বেটা। রাত সে পতা নেহি। (আমার ছেলেকে খুঁজছি। গত রাত থেকে দেখতে পাইনি)

লাস ঘেঁটে ছেলেকে খুঁজতে থাকা বয়স্ক ব্যক্তি জানালেন তারা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে ছেলে নিখোঁজ।

ওড়িশার বালেশ্বরে বেলাইন হওয়া করমণ্ডল এক্সপ্রেস থেকে শয়ে শয়ে যাত্রীদের দেহ উদ্ধার করে দুর্ঘটনাস্থলের পাশে একটি জায়গায় রাখা হয়েছে। কিছু দেহ রাখা আছে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। সেখানেই নিখোঁজদের আত্মীয়রা ভিড় করছেন।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর করুণ পরিস্থিতি। প্লাস্টিকে মোডানো দেহ বাইরে থেকে বোঝা অসম্ভব কার। টিকিট নম্বরের সাথে সিরিয়াল নম্বর ও নাম মিলিয়ে রাখা হয়েছে দেহগুলো। তবে বহু দেহ বেওয়ারিশ।

বালেশ্বরের বহনাগা (বহঙ্গা) বাজারের কাছে শুক্রবার লাইনচ্যুত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাই যাওয়ার করমণ্ডল এক্সপ্রেস। উল্টোদিক থেকে আসা বেঙ্গালুরু হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের কামরাও বেলাইন হয়। দুটি ট্রেন বেলাইন হওয়ায় শত শত যাত্রী নিহত।

দুর্ঘটনার পর থেকে চলছে উদ্ধার। নিহতদের আত্মীয়রা দেহ দেখে শোকে ভেঙে পড়ছেন। পরিস্থিতি এমনই। হাজারের বেশি যাত্রী জখম। অনেকের অবস্থা আশঙ্কাজনক।