Odisha Train Accident: রেল যাত্রী সুরক্ষা নিয়ে বিতর্ক, দুর্ঘটনাস্থলে মোদী

প্রধানমন্ত্রীর আগে ওড়িশার দুর্ঘটনাস্থলে (odisha train accident) পৌঁছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। এর জেরে বিতর্ক তুঙ্গে। মমতার…

প্রধানমন্ত্রীর আগে ওড়িশার দুর্ঘটনাস্থলে (odisha train accident) পৌঁছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। এর জেরে বিতর্ক তুঙ্গে। মমতার পাশেই ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি অস্বস্তিতে পড়েন।

দূর্ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক জ্ঞাপন করেছেন। তবে তিনি যাত্রী সুরক্ষা নিয়ে নীরব। তবে সরব হয়েছেন মমতা। তিনি দাবি করেন, যখন রেলমন্ত্রী ছিলাম তখন যাত্রী সুরক্ষায় জোর দিয়েছিলাম।

দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী মোদী। তিনি এলাকাটি ঘুরে দেখেন। স্থানীয় হাসপাতালেও যান। ইতিমধ্যেই রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে তাঁর সরকার। কেন কবচ ব্যবস্থা ছিলনা উঠছে প্রশ্ন।  ওড়িশার বাহানাগা বাজারের কাছে করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শত যাত্রীর মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে।