গুজরাট মডেল! বিজেপির নেতা মন্ত্রীরা হামেশাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের উন্নয়নের কথা বলেন। তাঁদের মুখে লেগে থাকে গুজরাট মডেলের কথা। রবিবার সেই মডেলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন গুজরাটে কমপক্ষে ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় (primary schools) বন্ধ হয়েছে।
বিজেপির আমলে গুজরাটের বেহাল দশা দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। রবিবার ভারুচে আদিবাসীদের মহাসম্মেলনে কেজরিওয়াল বলে, গুজরাটে বেশিরভাগ সরকারি স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। তাই ছাত্র-ছাত্রীরা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে ভর্তি হচ্ছে। রাজ্যের লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এই রাজ্যের বিজেপি সরকার।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির মুখমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান বলেন, গুজরাটে যে কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়মে পরিণত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিজেপি মনে হয় বিশ্ব রেকর্ড গড়বে। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, একটা পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস না করে সংঘটিত পরীক্ষা করিয়ে দেখান।
কেজরিওয়াল গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে সমাজের বিভাজন তৈরির অভিযোগ করেন। তিনি বলেন এ রাজ্যে ধনী ও দরিদ্রের বৈষম্য ক্রমশই প্রকট হচ্ছে। বিজেপি সরকার রাজ্যের ধনীদের আরও ধনী বানাচ্ছে। গরিব মানুষের কথা তারা ভাবে না। রাজ্যের আদিবাসী সম্প্রদায়কে বিজেপি শোষণ করছে বলে মন্তব্য করেছেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আম আদমি পার্টিকে একবার গুজরাটে ক্ষমতায় আনা হলে তিনি পুরো পরিস্থিতি বদলে দেবেন। দিল্লির স্কুলগুলির যে উন্নয়ন তিনি করেছেন ঠিক একই কাজ করবেন গুজরাটে। যদি তিনি সেই কাজ করতে না পারেন তাহলে জনগণ তাঁকে লাথি মেরে বিদায় করে দিতে পারে।
কেজরিওয়াল দাবি করেন, দিল্লিতে চার লক্ষ পড়ুয়া বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছে। দিল্লিতে ধনী-দরিদ্র উভয় শ্রেণীর ছেলেমেয়েরা একই সঙ্গে পড়াশোনা করে। দিল্লিতে পাসের হার ৯৯.৭ শতাংশ।