East Bengal : মাঝমাঠের আরও এক ফুটবলারের সঙ্গে কথা এগোচ্ছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের (East Bengal) মাঝমাঠে আপাতত তারুণ্যের ছড়াছড়ি। জানা গিয়েছে যে আরও এক উদীয়মান প্রতিভার সঙ্গে কথা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা। গত মরশুমেও জার্মানপ্রীত সিং এর…

ইস্টবেঙ্গলের (East Bengal) মাঝমাঠে আপাতত তারুণ্যের ছড়াছড়ি। জানা গিয়েছে যে আরও এক উদীয়মান প্রতিভার সঙ্গে কথা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা।

গত মরশুমেও জার্মানপ্রীত সিং এর নাম শোনা গিয়েছিল কিছু ইস্টবেঙ্গল সমর্থকদের আলোচনায়। সেই জার্মানপ্রীতের সঙ্গেই ক্লাব কর্তারা কথা চালাচ্ছেন বলে সূত্রের খবর। আলোচনা অনেকটাই এগিয়েছে।

পঁচিশ বছর বয়সী পাঞ্জাব তনয়ের সিনিয়র ক্লাব কেরিয়ার খুব একটা বেশি নয়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী লিগে পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছেন জার্মানপ্রীত। নামের পাশে গোলও রয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগে একটি মাত্র ক্লাবেই এখনও পর্যন্ত খেলেছেন। চেন্নাইয়ান এফসির হয়ে ধারাবাহিক পারফর্মার। ডেম্প এবং মিনার্ভা পাঞ্জাবের হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে অংশ নিয়েছেন বয়স ভিত্তিক বিভিন্ন দলে। জাতীয় দলের জার্সিতে অনূর্ধ্ব ১৯, ২৩ এবং সিনিয়র দলের হয়ে মাঠে নেমেছেন।