মোবাইলে আসক্ত, রাগে নিজের গলাই কেটে ফেলল যুবক

ভুবনেশ্বর: কোনো কাজ করতেন না৷ সারাদিন মোবাইলে আসক্ত থাকতেন৷ শনিবার হঠাৎই যুবকের ঘর থেকে তীব্র চিৎকার শোনা যায়৷ পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতবাক…

ভুবনেশ্বর: কোনো কাজ করতেন না৷ সারাদিন মোবাইলে আসক্ত থাকতেন৷ শনিবার হঠাৎই যুবকের ঘর থেকে তীব্র চিৎকার শোনা যায়৷ পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতবাক হয়ে যান৷ রক্তে ভেসে যাচ্ছে ঘর৷ যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ কিন্তু কি হয়েছিল ওই বন্ধ ঘরে?

ওড়িশার জারপদ এলাকার জেরেঙ্গ গ্রামে ঘটনা৷ যুবকের নাম সৌম্য রঞ্জন নায়েক (২৪)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাদিন কোনো কাজকর্ম করতেন না সৌম্য৷ শুধু মোবাইলে গেম খেলে যেতেন৷ এই নিয়ে প্রায়দিনই পরিবারে অশান্তিও হয়৷ শনিবার বিকেলে ঘরের দরজাা বন্ধ করে গেম খেলছিলেন সৌম্য৷

একের পর এক গেমে হেরে যাচ্ছিলেন তিনি৷ পরপর তিনটি ম্যাচে হারার পরই নিজের উপরই বিরক্ত হয়ে যায় যুবক৷ নিজের ঘর থেকে বেরিয়ে রাগে বাড়িতে চিৎকার-চেচামেচি শুরু করে৷ এরপর আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়৷ কিছুক্ষণ পর ঘর থেকে হঠাৎ চিৎকার শুনতে পায় পরিবারের সদস্যরা৷

দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে মেঝে রক্তাক্ত অবস্থা ছটফট করছে সৌম্য৷ উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কটকের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক৷ জানা যায়, গেমে বার বার হেরে যাচ্ছিলেন বলে রাগে ব্লেড নিয়ে নিজের গলাতেই চালিয়ে দেয়৷