মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণ নিজের কেন্দ্রেই প্রার্থী

কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং রবিবার জানিয়েছেন যে তিনি ২০২৪ এর লোক সভা নির্বাচনে কেশরগঞ্জ কেন্দ্র থেকে লড়বেন। উত্তর প্রদেশের গোণ্ডায়…

কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং রবিবার জানিয়েছেন যে তিনি ২০২৪ এর লোক সভা নির্বাচনে কেশরগঞ্জ কেন্দ্র থেকে লড়বেন।

উত্তর প্রদেশের গোণ্ডায় সংযুক্ত মোর্চা সম্মেলনে তিনি বলেন, “২০২৪ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। বিজেপি উত্তর প্রদেশের সমস্ত আসনে জিতবে। আমি কেশরগঞ্জ কেন্দ্র থেকে লড়ব।“

ব্রিজভূষণের বিরুদ্ধে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাই নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে।

এরপরই জাতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই)প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhusan Saran Singh) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জানুয়ারিতে দিল্লির আইকনিক যন্তর মন্তরে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ ভারতের শীর্ষ কুস্তিগীররা জড়ো হয়েছিলেন। তাদের মিছিল থেকে জোর করে গ্রেফতার করার পর আন্তর্জাতিক ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়ায়। মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ বিতর্কে তোলপাড় গোটা দেশ। কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ২টো এফআইআর হয়েছে।

তবে যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণ নিজের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সব অভিযোগ খারিজ করে জানান যে একটাও অভিযোগ প্রমাণিত হলে তিনি গলায় দড়ি দেবেন। তিনি কুস্তিগীরদের চ্যালেঞ্জ ছঁড়ে বলেন যে তাদের কাছে প্রমাণ থাকলে তারা সেটা আদালতে গিয়ে জমা দিক এবং সেই ক্ষেত্রে তিনি সব সাজা মেনে নেবেন বলেও জানান।