BJP: ‘পরিবারতন্ত্রকে বেছে বেছে শেষ করা হয়েছে,’ হুঙ্কার অমিত শাহের

লোকসভা ভোটকে পাখির চোখ করে শুরু হয়েছে বিজেপি (BJP)-র জাতীয় সম্মেলন। দিল্লির ভারত মণ্ডপে চলছে বিজেপির জাতীয় কনভেনশন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই…

Amit Shah

লোকসভা ভোটকে পাখির চোখ করে শুরু হয়েছে বিজেপি (BJP)-র জাতীয় সম্মেলন। দিল্লির ভারত মণ্ডপে চলছে বিজেপির জাতীয় কনভেনশন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই অধিবেশনে কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এদিকে দিল্লির ভারত মণ্ডপে বিজেপির দু’দিনের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে তীব্র নিশানা করেন।

তিনি বলেন, কংগ্রেস শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতি করেছে। অমিত শাহ (Amit Shah) বলেন, ‘২০২৪ সালে ফের বিজেপি সরকার গঠিত হচ্ছে। মোদী সরকারের ১০ বছরে দেশ সুরক্ষিত হয়েছে। ৭৫ বছরে এই দেশ ১৭টি লোকসভা নির্বাচন, ২২টি সরকার এবং ১৫ জন প্রধানমন্ত্রী নির্বাচন দেখেছে। দেশের প্রতিটি সরকারই তার সময় অনুযায়ী উন্নয়ন করার চেষ্টা করেছে। কিন্তু আজ আমি কোনও দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে সার্বিক উন্নয়ন, প্রতিটি অঞ্চলের উন্নয়ন এবং প্রতিটি মানুষের উন্নয়নের কাজ নরেন্দ্র মোদীজির ১০ বছরেই হয়েছে।’

মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে অমিত শাহ বলেন, “শুধু মহান ভারত গড়ার সাহস নয়, সেই স্বপ্নকে সিদ্ধিতে রূপান্তরিত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা করার ইচ্ছাও নরেন্দ্র মোদী গোটা দেশের সামনে একটি লক্ষ্য স্থির করেছেন যে ২০৪৭ সালে ভারত সম্পূর্ণ উন্নত ও স্বনির্ভর ভারত হবে। এই প্রথম গোটা বিশ্ব দেশের গর্ব অনুভব করল। ভারত থেকে মানুষ যখন বিশ্বের কোথাও যায়, তখন সেখানকার মানুষ বলে তারা মোদির ভারত থেকে এসেছে। আমাদের নেতা নরেন্দ্র মোদী বিশ্বে এই পরিচয় তৈরি করার কাজ করেছেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আইএনডিআই জোট এবং কংগ্রেস পার্টি এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। দুর্নীতি, পরিবারবাদ, তোষণ ও জাতপাত দিয়ে দেশের গণতন্ত্রকে এঁকেছেন তিনি। পারিবারিক দলগুলো এমন গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়োজিত ছিল যে, স্বাধীনভাবে জনমত উঠে আসেনি। প্রধানমন্ত্রী মোদী ১০ বছরে দুর্নীতি, পরিবারবাদ, তোষণ এবং জাতপাতের অবসান ঘটিয়ে উন্নতি করেছেন। “

এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি বলেন, “আমরা যেভাবে কাজ করছি, প্রধানমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে বিজেপি ৩৭০টি আসন পাবে এবং এনডিএ ৪০০ আসন পাবে… আমরা যেভাবে কাজ করছি, প্রধানমন্ত্রী মহোদয় কাজ করছেন। এর থেকেই স্পষ্ট যে বিজেপি ৩৭০টি আসন পাবে। “।