LPG Cylinder: বাজেট পেশের আগে ধাক্কা দিল মোদী সরকার, ১৮ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

LPG Price Cut: 19 Kg Cylinder Gets ₹17 Cheaper From Today — Check New Rates

ফেব্রুয়ারির শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম বাড়ল। যে দামটা পয়লা ফেব্রুয়ারির মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা দাম বেড়েছে। কলকাতায় যেমন প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৮ টাকা। দিল্লিতে ১৪ টাকা দাম বেড়েছে। মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম।

ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পয়লা ফেব্রুয়ারি থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১,৮৮৭ টাকা। গত মাসে যেটা ১,৮৬৯ টাকা ছিল। অর্থাৎ সিলিন্ডারপিছু ১৮ টাকা দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে ১,৭৬৯.৫ টাকা খরচ পড়বে। আগে যেটা ছিল ১,৭৫৫.৫ টাকা।

   

মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে ১,৭২৩.৫ টাকা। যা জানুয়ারিতে ১,৭০৮.৫ টাকা ছিল। আর চেন্নাইয়ে গত মাসে ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পড়ছিল ১,৯২৪.৫ টাকা। এবার সেটা বেড়ে ১,৯৩৭ টাকায় ঠেকেছে।

তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের (রান্নার গ্যাসের দাম) দামের হেরফের করা হয়নি। অর্থাৎ আপাতত কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। যা গত বছরের ৩০ অগস্ট থেকে অপরিবর্তিত আছে। আর উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের প্রতিটি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা দিতে হবে। তাঁরা ৬২৯ টাকায় একটি সিলিন্ডার পাবেন।

অন্যদিকে, এখন দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের (রান্নার গ্যাস) দাম পড়ছে ৯০৩ টাকা। মুম্বইয়ে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার ৯০২.৫ টাকায় বিকোচ্ছে। আর সেখানে অপর মহানগরী চেন্নাইয়ে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের (রান্নার গ্যাস) দাম পড়ছে ৯১৮.৫ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন