Historic Oath of Yogi Adityanath: লক্ষাধিক মানুষের সামনে ঐতিহাসিক শপথ যোগীর

ইতিহাস গড়ে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই সঙ্গে ২০২৪ লোকসভা নির্বাচনের সেমিফাইনাল জিতে গিয়েছে বিজেপি। সেই সাফল্যকে আরও স্মরণীয় করতে…

ইতিহাস গড়ে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই সঙ্গে ২০২৪ লোকসভা নির্বাচনের সেমিফাইনাল জিতে গিয়েছে বিজেপি। সেই সাফল্যকে আরও স্মরণীয় করতে বড় উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ঐতিহাসিক করে রাখার প্রয়াস নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বিতীয়বারের শপথ গ্রহণের অনুষ্ঠান।

চলতি মাসের ২৫ তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের অটল বিহারী বাজপায়ী একনা স্টেডিয়ামে হবে সেই শপথ গ্রহণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে কেন্দ্রের সকল মন্ত্রীদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে ওই ঐতিহাসিক শপথ গ্রহণের অনুষ্ঠানে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের সকল মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। লক্ষাধিক মানুষের সামনে যোগী আদিত্যনাথের শপথকে চিরস্মরণীয় হতে চলেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রাজনৈতিক দলগুলির সম্পদ হচ্ছে কর্মীরা। তাই কর্মীদের ছাড়া কেবল শীর্ষ নেতানেত্রীদের নিয়ে শপথ গ্রহণ করবেন না যোগী। রাজ্যের সকল বিধানসভা কেন্দ্রের শক্তি কেন্দ্র থেকে কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে লখনউয়ের অটল বিহারী বাজপায়ী একনা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানে। এই বিষয়ে সুবিশাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন কর্মীরা। তাঁদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজধানী লখনউতে। সবমিলিয়ে লক্ষাধিক মানুষের সামনে শপথ নেবেন যোগী। যদিও বিজেপি শিবিরের দাবি সেই সংখ্যা চার লক্ষ ছাপিয়ে যেতে পারে।

বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীর গদিতে বসছেন যোগী আদিত্যনাথ। যা ভেঙে দিয়েছে ওই রাজ্যের অনেক মিথ। সাড়ে তিন দশক পরে টানা দুই বার কোনও রাজনৈতিক দল উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করল। সেই সঙ্গে পরপর দুই বার একই ব্যক্তি মুখ্যমন্ত্রী হলেন। সেই সঙ্গে প্রচলিত ধারনা অনুসারে নয়ডা গেলে নাকি গদি খোয়াতে হয় মুখ্যমন্ত্রীকে। সেই মিথ ভেঙে নয়ডা শহরে গিয়ে মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেছেন আদিত্যনাথ।