শান্তিপূর্ণ ভাবেই মিটল গোয়ার বিধানসভা নির্বাচন

election

মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হল গোয়া বিধানসভার নির্বাচন। সোমবার এক দফায় রাজ্যের ৪০ টি আসনে ভোটগ্রহণ করা হয়। সন্ধ্যে ৬ টা অবধি ভোট পড়েছে ৭৬.৭৫ শতাংশ।

আরও পড়ুন: লালে সম্মোহিত হোক ভালবাসা

   

নির্দিষ্ট সময় ও করোনা বিধি মেনে সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হয় গোয়ায়। দুই একটি জায়গায় ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের তরফ থেকে দ্রুত ত্রুটিযুক্ত ইভিএমগুলি বদলে দেওয়া হয়। কয়েকটি জায়গা থেকে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা।

আরও পড়ুন: TMC : তৃণমূল প্রার্থীদের নিয়ে রাজ চক্রবর্তীর মহামিছিল

গোয়ার ৪০টি আসনে মোট প্রার্থী ছিলেন ৩০১জন। রাজ্যের শাসক দল বিজেপিকে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে গোয়ায় সদ্য পা রাখা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রয়েছে আম আদমি পার্টিও। তবে গোয়ায় আপের সেভাবে কোনও জনভিত্তি নেই। তৃণমূল কংগ্রেসের তুলনায় তারা অনেকটাই পিছিয়ে আছে। আগে থেকেই ব্যাকফুটে চলে গিয়েছে কংগ্রেস। এদিন গোয়ার ১১ লক্ষেরও বেশি মানুষের হাতে ৩০১ জন প্রার্থীর ভোট ভাগ্য ইভিএম বন্দি হয়েছে। গোয়ার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত, তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্কর। বিজেপি উৎপলকে টিকিট না দেওয়ায় তিনি অবশ্য নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছেন।

আরও পড়ুন: Chinese Apps : জাতীয় সুরক্ষা স্বার্থে Free Fire-সহ ৫৪টি অ্যাপ ব্যান করল ভারত

এ দিন নিজের ভোট দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ন্ত বলেন, এবার রাজ্যে বিজেপি ২২ টির বেশি আসনে জয়ী হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর গোয়ায় ৭৮.৬১ শতাংশ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে দক্ষিণ গোয়ায় ভোট পড়েছে সামান্য কম। এখানে ৭৬.৬৬ শতাংশ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন