Business Ideas in India: সেরা 7 ব্যবসা লাখপতি করবে আপনাকে

চাকরি ভাগ্য সবার সমান হয় না। বিশেষত এই অতিমারির বাজারে। কাজ হারিয়ে অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা। কেউ-বা ভাবছেন কী করা যায় (Business Ideas in…

Business Ideas in India

চাকরি ভাগ্য সবার সমান হয় না। বিশেষত এই অতিমারির বাজারে। কাজ হারিয়ে অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা। কেউ-বা ভাবছেন কী করা যায় (Business Ideas in India)। 

মার্কেট ডাউন হলেও পকেট ভরানোর রাস্তা এখনও রয়েছে। কিছু ব্যবসা রয়েছে যা খুলে দিতে পারে কপাল। এ বছরেই শুরু করে দিতে পারেন নিজের স্টার্ট আপ। 

১) Advertising

বিজ্ঞাপনের বাজার কখনও থেমে থাকেনি। করোনা এসেও তালা মারতে পারেনি বিজ্ঞাপন বিভাগে। আপনিও চাইলে শুরু করতে পারেন এই ব্যবসা।

বাড়ি বসে শুরু করতে পারেন অনলাইন মার্কেটিং। এখন ছোটো, বড়, মাঝারি প্রায় প্রতি সংস্থার রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম । নেট দুনিয়ায় ব্যবসা বাড়ানোর জন্য কোম্পানির লোক দরকার হয়। যারা সোশ্যাল মিডিয়ায় তাদের হয়ে প্রচারের কাজটা করে দিতে পারবেন। ঘরে বসে অনায়াসেই করা যেতে পারে এই কাজ।

২) Incense Stick Manufacturing

ধূপকাঠি তৈরির কাজ আগেও ছিল। গ্রামের দিকে ছেলে, মেয়ে নির্বিশেষে এই কাজ করে থাকেন । আপনিও চাইলে শুরু করতে পারেন এই কাজ। লাভ ভাল হতে পারে। ভারতে তো বটেই, প্রায় ৯০ টি দেশে ধূপ কাঠি ব্যবহারের চল রয়েছে এখন। এক্সপোর্ট করা হয় বিদেশে। 

৩) Online Grocery Store 

অনলাইনে এখন ব্যবসার রমরমা। মুদির দোকানের জিনিসও বিক্রি হচ্ছে অনলাইনে। অনেকে যাকে বলে থাকেন ই-কমার্স। এখন যা মার্কেটের পরিস্থিতি তাতে প্রতি বছর ৩০ শতাংশ ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই দেরি না করে আপনিও অনলাইনে চালু করতে পারেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান। 

৪) Greenhouses in Skyscrapers

এই ব্যবসায় পুঁজি একটু বেশি দরকার। তবে শুরু করতে পারলে লাভ আছে। কয়লা পুড়িয়ে কারেন্টের জমানার বাইরে ভাবছেন বড় বড় বিজ্ঞানীরা। সৌর শক্তি কথা ছোটবেলায় পড়া হয়েছে বহু। কিন্তু এই ক্ষেত্রে কাজ বাকি অঢেল। তাই সুযোগও বেশি। ইমারতে সোলার প্যানেল বসানোর চাহিদা এখন বাড়ছে। আগামী দিনে আরও বাড়তে পারে। সেই সঙ্গে আপনার ব্যবসা। 

৫) Wedding/Event Planner

বিগত কয়েক বছরে এই ব্যবসা অনেকই শুরু করেছেন। লাভের মুখও দেখেছেন অনেকে। যারা নতুন কিছু ভাবতে পছন্দ করেন তাঁদের জন্য এই ব্যবসা প্রথম পছন্দ হতে পরে। বিয়েবাড়ি সহ যে কোনো অনুষ্ঠান সাজানো থেকে শুরু করে ইভেন্ট অর্গানাইজ, ইচ্ছা মতো আরেঞ্জ করতে পারবেন আপনি। 

৬) Funds for Social Impact Investing

এটিও খুব ইন্টারেস্টং একটি কাজ। ভারতে এই ব্যবসা বাজার ধরতে শুরু করেছে। সমাজ, পরিবেশ সম্পর্কে মানুষ আগের থেকে সচেতন হতে শুরু করেছে। সোশ্যাল কাজে অনেকেই ইনভেস্ট করতে চান। এগিয়ে আসে বহু কোম্পানি। মুনাফা রেখে তাদের পাশে দাঁড়ানো এই ব্যবসার উদ্দেশ্য। 

৭) Website for Bus Service

শুনলে হয়তো অবাক হবেন, ভারতের ৯০ শতাংশ মানুষ বাসে সফর করে থাকেন। উন্নত বাস পরিষেবার সঙ্গে প্রয়োজন প্রযুক্তির। কখন বাস আসবে, বাস কোথায় রয়েছে, সিট বুক করা ইত্যাদি সম্পর্কে মানুষের মনে প্রশ্ন থাকে। এই প্রশ্ন নিরসনের জন্য প্রযুক্তির দিকে কাজে করার সুযোগ রয়েছে এখনও। ব্যবসা ক্লিক করে গেলে অল্প সময়ে হতে পারে লক্ষ্মীলাভ।