TATA Air India : সরকারিভাবে টাটার হাতে চলে গেল এয়ার ইন্ডিয়া

ইয়ার ইন্ডিয়া চলে গেল টাটা (TATA Air India) গ্রুপের হাতে। প্রত্যাশা মতো বৃহস্পতিবার বিকেলেই সম্পন্ন হল হস্তান্তর প্রক্রিয়া। সর্বভারতীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা…

ইয়ার ইন্ডিয়া চলে গেল টাটা (TATA Air India) গ্রুপের হাতে। প্রত্যাশা মতো বৃহস্পতিবার বিকেলেই সম্পন্ন হল হস্তান্তর প্রক্রিয়া। সর্বভারতীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছিল দিল্লিতে পৌঁছে গিয়েছেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর। বিকেলের মধ্যেই সরকারিভাবে টাটাদের হাতে এয়ার ইন্ডিয়ার চলে যাওয়া পাকা। বেলা গড়াতেই আলোচনা বৃদ্ধি পায় দিল্লিতে। সংবাদ সংস্থায় উঠে আসে বৈঠকের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টাটা গ্রুপের প্রতিনিধি হাসি মুখে বসে একে অন্যের মুখোমুখি। যদিও মাঝে অনেকটা দুরত্ব। সোশ্যাল ডিস্ট্যান্সিং।

এদিন বিকেলে হহস্তান্তর প্রক্রিয়ার কথা আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়ার কর্মীদের। এয়ার ইন্ডিয়ার আর্থিক বিভাগের ডিরেক্টর বিনোদ হেজমাদি সম্প্রতি কর্মীদের ইমেল করে জানিয়েছিলেন, ‘২০২২ সালের ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া বিশ্বের চারটি মহাদেশের ৩৩ টি দেশ সহ ৫৭ টি অভ্যন্তরীণ পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত। আনুমানিক একশোটিরও বেশি গন্তব্যে ওঠানামা করে এয়ার ইন্ডিয়ার বিমান। এভিয়েশন বিশেষজ্ঞরা দাবি করেছেন যে এয়ার ইন্ডিয়ার ক্যারিয়ারে এয়ারবাস এবং বোয়িং উভয় বিমান রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়৷