Tamil Nadu Tragedy: বিষমদ কাণ্ডে মৃত্যু ৮ জনের, অসুস্থ বহু, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার বিষমদ কাণ্ডের ঘটনা তামিলনাড়ুতে (Tamil Nadu)। গত রবিবার রাজ্যে দুটি আলাদা ঘটনায় বিষাক্ত পানীয় খাওয়ার ফলে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। ৩০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।

Tamil Nadu Poisoned Liquor

এবার বিষমদ কাণ্ডের ঘটনা তামিলনাড়ুতে (Tamil Nadu)। গত রবিবার রাজ্যে দুটি আলাদা ঘটনায় বিষাক্ত পানীয় খাওয়ার ফলে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। ৩০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ভিল্লুপুরম জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের। আরও ৪ জনের মৃত্যু হয়েছে চেঙ্গালপাত্তু জেলায়।

তদন্তকারী সূত্রে খবর, বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ওই মদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল মিথেন গ্যাস মিশে থাকার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ঘটনায় জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বিষমদ কাণ্ডের তদন্তের জন্য বেশ কয়েকজন পুলিশকর্মীর একটি দল গঠন করা হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন ইন্সপেক্টর, কয়েকজন সাব ইন্সপেক্টর সহ মোট সাতজন পুলিশকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাঁরা চিকিত্‍সাধীন, তাঁদেরও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।