“তালিবানি মানসিকতা!” RSS-এর বিরুদ্ধে বিস্ফোরক সিদ্দারামাইয়ার পুত্র

বেঙ্গালুরু: বিজেপির আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘকে (RSS) ‘তালিবান’-এর সঙ্গে তুলনা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র (Yathindra Siddaramaiah)। বলা বাহুল্য, তালিবান বিদেশ মন্ত্রী মুত্তাকির ভারত সফরকালে যতীন্দ্র এই মন্তব্য করলেও RSS এখনও পর্যন্ত কোনও পাল্টা প্রতিক্রিয়া জানায়নি।

Advertisements

যদিও বিজেপি (BJP) ঘোষণা করেছে, “কেউ RSS-কে নিষিদ্ধ বা দমন করতে পারবে না”। দলের কর্ণাটক ইউনিটের প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এক্সে লেখেন, “জাতীয়তাবাদ এবং সামাজিক সংস্কারের আদর্শ সর্বদা দেশবিরোধী কংগ্রেসের বিরুদ্ধে জয়লাভ করবে।”

সোমবার সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া (Yathindra Siddaramaiah) RSS-এর বিরুদ্ধে কটাক্ষ ছোঁড়েন, “ওদের (RSS) মানসিকতা তালিবানদের মতোই। ওরা একটি ধর্মে কেবল একটি দৃষ্টিভঙ্গি থাকাকেই উচিত মনে করে। ঠিক যেমন তালিবানরা ইসলামের বিষয়ে ‘ডিকটেট’ জারি করে। যাতে একটি নির্দিষ্ট উপায়ে তারা নারীদের স্বাধীনতা খর্ব করতে পারে। একইভাবে, আরএসএসও হিন্দু ধর্ম নিয়েও একইরকম করতে চায়”।

RSS-এর রেজিস্ট্রেশন এবং কার্যক্রমে বিধিনিষেধ আরোপের দাবী

কর্ণাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খারগে এবং কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদের সুরেই এদিন RSS-এর আইনি রেজিস্ট্রেশন এবং কার্যক্রমে বিধিনিষেধ আরোপের দাবী তুলেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র।

তিনি বলেন, “আরএসএস নিজেদেরকে অনেক বড় সংগঠন বলে দাবি করে। দিল্লিতে তাদের একটি ভবন আছে যেখানে হাজার হাজার কোটি টাকা (তহবিল) আছে। তবুও তারা আইনতভাবে নিবন্ধিত নয়। এটি একটি প্রভাবশালী সংগঠন এবং তাদের আইন মেনেই কাজ করতে হবে। আমার মতে রেজিস্ট্রেশন ছাড়া সংঘের কাজ করা ভুল”।

সরকারি প্রতিষ্ঠানে RSS-এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবী

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের পুত্র প্রিয়াঙ্ক খারগের (Priyank Kharge) চিঠি নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দফতর প্রাঙ্গনে RSS-এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি দেন তিনি। তাঁর অভিযোগ, “সরকারি স্কুল-কলেজের মাঠ ব্যবহার করে প্রদর্শনী ও স্লোগান দিচ্ছে RSS। শিশুদের মনে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এর মাধ্যমে সংঘ শিশুদের ব্রেইন ওয়াশ করতে চাইছে।”

এর প্রত্যুত্তরে RSS কিছু না বল্লেও ময়দানে নেমে পড়ে বিজেপি। দলের কর্ণাটক ইউনিটের প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র বলেন, “মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বোকামি করছেন খারগে। কংগ্রেস এর আগে তিনবার আরএসএসকে নিষিদ্ধ করেছিল। কিন্তু, প্রতিবারই পরে তা প্রত্যাহার করে নিয়েছে। RSS-কে নিষিদ্ধ করার ক্ষমতা কংগ্রেসের নেই।”