প্রয়োজনে ডাক্তারির প্রশ্নফাঁসের তদন্ত করবে AI? নতুন করে পরীক্ষার আশঙ্কা সুপ্রিম পর্যবেক্ষণে

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির (NEET Scam 2024) অভিযোগ নিয়ে এবার বড় পর্যবেক্ষণ জানাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে এটা পরিষ্কার…

neet ug scam প্রয়োজনে ডাক্তারির প্রশ্নফাঁসের তদন্ত করবে AI? নতুন করে পরীক্ষার আশঙ্কা সুপ্রিম পর্যবেক্ষণে

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির (NEET Scam 2024) অভিযোগ নিয়ে এবার বড় পর্যবেক্ষণ জানাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বিচারপতিরা এ বিষয়ে নিশ্চিত যে, দুর্নীতি (NEET Scam 2024) হয়েছেই। সেই সঙ্গে তাঁরা NTA আধিকারিকদের তীব্র ভৎসনা করেছেন (NEET Scam 2024)।

এই গোটা বিষয়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের মন্তব্য -“পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে, নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। দোষীদের চিহ্নিত করতে না পারলে, নতুন করে পরীক্ষার নির্দেশ দেওয়া ছাড়া উপায় নেই। সোশাল মিডিয়ায় প্রশ্নফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশাল নেটওয়ার্কে প্রশ্নফাঁস হয়ে থাকলে, দাবানলের মতো ছড়িয়েছে। কীভাবে প্রশ্নফাঁস খতিয়ে দেখতে হবে, ভুল হয়ে থাকলে মানতে হবে”। NTA আধিকারিকদের সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘আগে থেকেই কিছু হয়নি, এটা বলবেন না’।

   

ভরা আষাঢ়েই হেমন্তের ঝড়! বিধানসভায় প্রবল চাপে বিজেপি?

শুধু হুঁশিয়ারি বা ভৎসনাই নয়, রীতিমতো তদন্তের গতিপথও বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাদের পরিষ্কার নির্দেশ যে এই প্রশ্নফাঁসের (NEET Scam 2024) ব্যাপ্তি কতটা, তা খুঁজে দেখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই প্রশ্নফাঁসের ফলে কতজনের কী কী রকমের লাভ হল, তা খতিয়ে দেখতে হবে। তারপরেই তাঁদের প্রশ্ন, এই প্রশ্নফাঁসের ফলে সুবিধেভোগীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেই সঙ্গে এবার শুধু তদন্তকারী সংস্থা নয় একেবারে আধুনিক প্রযুক্তিকেও প্রশ্ন ফাঁসের চক্রের খোঁজে কাজে লাগাবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে অনৈতিকভাবে সুবিধাভোগীদের খুঁজে বের করতে AI প্রযুক্তি এবং সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো যায় কিনা দেখতে নির্দেশ সুপ্রিম কোর্টের। যা এক কথায় নজিরবিহীনই বলা যেতে পারে। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ই জুলাই।

এখনও পর্যন্ত সর্বভারতীয় মেডিকেল এর প্রশ্ন ফাঁসের ঘটনায় চার রাজ্য থেকে গ্রেফতার হয়েছে ২৬ জন। তার মধ্যে বিহার থেকে গ্রেফতার ১৩, ঝাড়খণ্ডে ৬, গুজরাতে ৫ এবং মহারাষ্ট্রে ২ জন। প্রথম দফার ফলাফলে নিটে একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে। প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময়জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১৫৬৩ জনকে। আদালতে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছিল নিয়ামক সংস্থা NTA।

বাগদাকে বাগে আনতে উপনির্বাচনের আগে শান্তনুর এনআরসি হুমকি?

সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছিল একটি বেসরকারি লার্নিং অ্যাপ সংস্থা। আজ ৮ই জুলাই সেই মামলারই শুনানি ছিল। আর সেখানেই এরকম কড়া পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। এবার দেখা যাক সুপ্রিম কোর্টের দেখানো পথে প্রযুক্তির ব্যবহারে দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারেন কিনা তদন্তকারীরা।