বাগদাকে বাগে আনতে উপনির্বাচনের আগে শান্তনুর এনআরসি হুমকি?

উপনির্বাচনের (Bagdah Assembly Bypoll 2024) আবহেই সদ্য সদ্য তাঁর লেটার হেড দেখিয়ে সীমান্তে মাংস চোরাচালানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে। আর সেই বিতর্কের আবহেই এবার আরও…

উপনির্বাচনের (Bagdah Assembly Bypoll 2024) আবহেই সদ্য সদ্য তাঁর লেটার হেড দেখিয়ে সীমান্তে মাংস চোরাচালানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে। আর সেই বিতর্কের আবহেই এবার আরও এক নতুন বিতর্কে জড়ালেন শান্তনু ঠাকুর(Bagdah Assembly Bypoll 2024)। এবার কী তিনি ইঙ্গিত দিলেন যে ভবিষ্যতে এনআরসিও চালু হবে? ভবিষ্যতের ইঙ্গিত, নাকি ভোটের সুড়সুড়ি? উপনির্বাচনের (Bagdah Assembly Bypoll 2024) আগে তাই নিয়েই সরগরম মতুয়া কেন্দ্রিক উত্তর ২৪ পরগনার রাজনীতি।

সম্প্রতি মতুয়াদের একটি কর্মসূচিতে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর একটি ঘোষণা করেছেন। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করতে চলেছেন তাঁরা। নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA মোতাবেক নাগরিকত্বের আবেদনের জন্য ফর্ম দেওয়া এবং সহায়তার জন্য এই বিশেষ ক্যাম্প। সেই ঘোষণা করতে গিয়েই তাঁর বক্তব্য, “আমরা চাই প্রত্যেকের হাতেই নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছাক। যাতে ভবিষ্যতেই এনআরসি চালু হলে কারও অসুবিধা না হয়”। আর এই ঘোষণার পরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। যেখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বলেছে যে সিএএর পরে এনআরসির কোন সম্ভাবনা আপাতত নেই। সেখানে তাঁরই মন্ত্রীসভার প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যের ঠিক উল্টো আভাস দিচ্ছেন।

   

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

জুলাইয়ের ১০ তারিখে মতুয়া অধ্যুষিত বাগদা, রানাঘাট দক্ষিণের মত কেন্দ্রগুলোতে উপনির্বাচন (Bagdah Assembly Bypoll 2024)। তার আগেই হঠাৎ করে এনআরসির উসকে দেওয়া কি বিজেপির রাজনৈতিক চাল? শান্তনু কী সুচিন্তিতভাবেই তাঁর এই বক্তব্য পেশ করেছেন? এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বাগদা দখলে তৃণমূল এবার মতুয়া ঠাকুর বাড়ি থেকেই প্রার্থী করেছে। বড়মা বীণাপাণি দেবীর নাতনি মধুপর্নাই এবার বাজি তৃণমূলের। সেক্ষেত্রে কি মতুয়া ভোট ভাগ হবার প্রবল সম্ভবনার কথা মাথায় রাখছেন বিজেপি নেতৃত্ব?

গত বিধানসভা নির্বাচনে বাগদা এবং রানাঘাট দক্ষিণ, দুটিই ছিল বিজেপির জেতা আসন। তাৎপর্যপূর্ণভাবে ২ আসনেরই বিজেপির জয়ী প্রার্থীরা এখন বিপক্ষ অর্থাৎ তৃণমূলের সদস্য। আবার সদ্যসমাপ্ত লোকসভাতে প্রাপ্ত ভোটের নিরিখে দুটি আসনেই বিজেপি কিছুটা হলেও এগিয়ে আছে। কিন্তু তাতেও কী নিশ্চিন্তে থাকতে পারছেন না বিজেপির মতুয়া রাজনীতির পোস্টার বয় শান্তনু? কারণ পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ইতিহাস দেখলে, একমাত্র সাগরদিঘী ছাড়া উপনির্বাচনে সাম্প্রতিককালে শাসকদলেরই জয়জয়কার হয়েছে।

সন্দেশখালি মামলা: ফের মুখ পুড়ল মমতা সরকারের! সুপ্রিম কোর্টে খারিজ সিবিআই তদন্তের চ্যালেঞ্জ

সেই জায়গায় বাগদায় মধুপর্না এবং রানাঘাটের মুকুটমনি, দুজনকে কী হালকা ভাবে নিতে চাইছেন না শান্তনু? রাজনৈতিক মহলের মতে সেই জন্যই এনআরসি ইস্যু উস্কে ভোটের ঢল নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি। যদিও সিএএ চালু হওয়ার পর এখনো অব্দি সেভাবে আবেদনের হিড়িক দেখা যায়নি। কিন্তু আগামী বুধবার মতুয়া ঠাকুর বাড়িতে এই ক্যাম্প চালু হবার পর সেই চেনা চিত্রে কী কোনও পরিবর্তন আসবে? তৃণমূল শিবিরেরও নজর সেদিকেই থাকবে। কারণ এর মধ্যেই ভোটে জয়ের সম্ভাব্য অংক হয়ত লুকিয়ে আছে। লুকিয়ে আছে মতুয়া রাজনীতিতে তৃণমূলের আপাতত খুঁজে না পাওয়া জয়ের লুকোনো চাবিকাঠিও।