Supreme Court: অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিত্‍সকদের সমান বেতন‌ নয়-সুপ্রিম কোর্ট

অ্যালোপ্যাথিক চিকিত্‍সকদের সমান বেতন পেতে পারেন না আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিত্‍সকরা। রায়ে জানাল শীর্ষ আদালত। ২০১২ সালে গুজরাট হাই কোর্ট, অ্যালোপ্যাথি এবং অন্যান্য বিকল্প ধারার চিকিত্‍সকদের সমবেতনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই নির্দেশ খারিজ করে দিল।

Supreme Court Free Speech Judgment

অ্যালোপ্যাথিক চিকিত্‍সকদের সমান বেতন পেতে পারেন না আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিত্‍সকরা। রায়ে জানাল শীর্ষ আদালত। ২০১২ সালে গুজরাট হাই কোর্ট, অ্যালোপ্যাথি এবং অন্যান্য বিকল্প ধারার চিকিত্‍সকদের সমবেতনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই নির্দেশ খারিজ করে দিল।

বুধবার বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম এবং পঙ্কজ মিথালের ডিভিশন জানিয়ে দিল, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিত্‍সকদের সমবেতন হতে পারে না। কারণ এদের কাজের ধরন আলাদা। অ্যালোপ্যাথিক চিকিত্‍সকরা এমন অনেক পরিষেবা দেন, যেটা বিকল্প চিকিত্‍সা ব্যবস্থার ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন পড়ে না।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, অ্যালোপ্যাথ চিকিত্‍সকদের অনেক জরুরি পরিষেবা দিতে হয়, সেটা বিকল্প দেশীয় পদ্ধতিতে চিকিত্‍সাকারীদের দিতে হয় না। অ্যালোপ্যাথিক চিকিত্‍সকদের ট্রমা কেয়ারে, অপারেশন থিয়েটারে জরুরি পরিষেবা দিয়ে হয়, যা হোমিওপ্যাথরা পারেন না।

Advertisements

অটোপসি বা ময়নাতদন্তের ক্ষেত্রেও শুধু অ্যালোপ্যাথ চিকিত্‍সকরাই কাজ করেন। তাই হোমিওপ্যাথি এবং MBBS চিকিত্‍সকদের বেতন সমান হতে পারে না।

তবে একই সঙ্গে দেশে বিকল্প চিকিত্‍সা ব্যবস্থার উন্নতির পক্ষেও সওয়াল করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, চিকিত্‍সা পদ্ধতির ইতিহাসে প্রত্যেকটা বিকল্পই গর্বের সাথে বিরাজ করতে পারে। এতে কোনও সংশয় নেই। আমাদের বিকল্প এই চিকিত্‍সাপদ্ধতিগুলিকে উত্‍সাহ দিতে হবে।