West Bengal: সিনিয়র অধ্যাপকদের নাম জানতে চেয়ে উপাচার্যদের ইমেল রাজ্যপালের

কয়েকদিন আগেই রাজ্যের (West Bengal) বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সংক্রান্ত রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। একে এক্তিয়ার বহির্ভূত কাজ বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

West Bengal Governor CV Anand Bose

কয়েকদিন আগেই রাজ্যের (West Bengal) বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সংক্রান্ত রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। একে এক্তিয়ার বহির্ভূত কাজ বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সূত্রের খবর, এবার রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের নিয়ে ডেটাব্যাঙ্ক তৈরি করতে চাইছেন রাজ্যপাল। তাই রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল। এই খবর প্রকাশ্যে আসতেই সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সমস্ত উপাচার্যদের কাছে রাজভবন থেকে ই–মেইল করে নাম জানতে চাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে বলেছেন, ‘আমরা এই বিষয় সম্পর্কে অবগত নই।’ সুতরাং উপাচার্যরা সিনিয়র অধ্যাপকদের নাম পাঠাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজভবনে শিক্ষাবিদদের ডেকে বৈঠক করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগের আইনে রদবদল আনছে রাজ্য সরকার। উপাচার্য নিয়োগের জন্য তৈরি করা সার্চ কমিটিতে এবার থেকে তিনজনের পরিবর্তে থাকবেন পাঁচ সদস্য।

উল্লেখ্য, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেছেন রাজ্যপাল। নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আইনে সার্চ কমিটিতে বদল করার জন্য প্রস্তাব নেওয়া হয়েছে। সেটি অনুমোদনের পরে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

সেই অর্ডিন্যান্স একবার কার্যকর হলে উপাচার্য নিয়োগের আইনে বদল আসবে রাজ্যে। সম্প্রতি দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে পোস্টার পড়েছে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসাবে মেনে নেওয়ার দাবিতে।