Kaliyaganj Files: মমতার কথার জন্যেই এগুলো ঘটছে, ক্ষোভ উগরে দিলেন মৃত কিশোরীর মা

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমনটা মন্তব্য করলেন কালিয়াগঞ্জে (Kaliyaganj) নিহতের মা।

Mother of Deceased in Kaliaganj Files Complaint Against Mamata Banerjee

মমতার কথার জন্যেই ঘটছে এগুলো। কেন শায়েস্তা করে পারো না? তোমরা কি চুড়ি পড়ে আছো? সোমবার ও মঙ্গলবার একটা লোক থানায় যায়নি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমনটা মন্তব্য করলেন কালিয়াগঞ্জে (Kaliyaganj) নিহতের মা।

প্রসঙ্গত, সম্প্রতি কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। এমনকি বিক্ষুব্ধ জনতার মুখে পড়ে মার খেতে হয়েছে পুলিশকে৷ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে থানায়৷ যা নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি৷ ক্রমাগত বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও চাপানুতোর শুরু হয়েছে।

   

তিনি বলেন, কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্ত হবে। পরিবারের পাশে আমরা আছি, এটা আমি আশ্বস্ত করছি। তবে বিজেপি যে তাণ্ডব করেছে… আমরা হোয়াটসঅ্যাপ পুরোটাই পেয়েছি। তাদের মধ্যে ভালবাসা ছিল। কিন্তু কাল যেভাবে বাড়িঘর পুড়িয়ে, লুঠ করে বিহারের থেকে লোক নিয়ে এসে, যে গুন্ডামি, যে জহ্লাদগিরি করেছে, এমনকি মহিলা পুলিশকর্মীদের গায়ে হাত তুলেছে, সরকারি সম্পত্তি পুড়িয়ে দিয়েছে, এটা নিয়ে স্ট্রংলি তদন্ত করতে বলব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেও প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে কেন মৃত কিশোরীর পরিবার? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই কেন দুষছেন তাঁরা? সিবিআই তদন্তের দাবির পাশাপাশি কিশোরীর মায়ের এহেন মন্তব্য জল্পনা বাড়াচ্ছে৷