দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী মোদী তথা কেন্দ্রের এনডিএ সরকারের বিরোধিতায় তিনি (Mamata Banerjee) সবসমই প্রথম সারিতে থাকেন। মোদী-বিরোধী রাজনীতির অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর কবিতার প্রশংসা করে তাঁকে ‘দূরদর্শী’ আখ্যা দিয়েছেন স্বামী।
এক্স হ্যান্ডেলে সুব্রহ্মণ্যম লিখেছেন, ২০২৩ সালের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতাজি আমাকে তাঁর ৮৯৬ পৃষ্ঠার ‘কবিতাবিতান’ নামে একটি কবিতার বই উপহার দেন। আমি খুব ভালো ভাবে বইটির প্রথম পাতা থেকে পড়েছি। আজ আমি ৪৪৫ পাতার ‘গার্ডিয়ান’ কবিতাটি পড়লাম। বাস্তব সম্পর্কে তাঁর গভীর কাব্যিক উপলব্ধি দেখে আমি স্তম্ভিত।
দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী। একটা সময় জনতা পার্টি করলেও পরে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন। বেশ কয়েকবারের সাংসদ সুব্রহ্মণ্যম একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০১৬ সালে ২৬ এপ্রিল থেকে ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন।
ভারত-বাংলাদেশের পারস্পরিক সামরিক সহযোগিতায় জোর, এক ডজন সমঝোতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর সম্পর্ক বেশ ভালো। এর আগে কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করেছিলেন সুব্রাহ্মণ্যম স্বামী। মমতার লড়াই-সংগ্রামের প্রশংসাও করেও তিনি। লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর খোদ বিজেপির হেভিওয়েট নেতা মমতার প্রশংসা করায় স্বভাবতই নানা জল্পনা শুরু হয়েছে।
In mid 2023, CM Mamataji gave me a book of her poems titled KOBITABITAN of 896 pages. It was too much read from page 1 so I read the poems from pages of the book randomly. Today I read “Guardian” on page 445, and I was stunned by her profound poetic understanding of reality.
— Subramanian Swamy (@Swamy39) June 21, 2024
দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।
উদ্বোধনের কয়েক মাসেই ১৮ কোটির অটল সেতুতে ফাটল! অভিযোগ কংগ্রেসের, মুখ খুলল বিজেপি