Punjab: পাঞ্জাবে গায়ক-কংগ্রেস নেতা সিধুকে গুলি করে খুন

পাঞ্জাবের (Punjab) জনপ্রিয় গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুশাওয়ালাকে খুন করা হলো। এ রাজ্যে আম আদমি পার্টির সরকারের আমলে এটাই প্রথম রাজনৈতিক খুন বলে চিহ্নিত…

Singer-Congress leader Sidhu shot dead in Punjab

পাঞ্জাবের (Punjab) জনপ্রিয় গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুশাওয়ালাকে খুন করা হলো। এ রাজ্যে আম আদমি পার্টির সরকারের আমলে এটাই প্রথম রাজনৈতিক খুন বলে চিহ্নিত হয়েছে।

তাৎপর্যপূর্ণ, শনিবার সিধু সহ পাঞ্জাব সহ ৪২৪ জনের নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় আপ সরকার। রবিবার ঘটল বিপত্তি।পাঞ্জাবের মানস জেলায় দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন আরও দুই জন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিধুর মুশাওয়ালা ওরফে শুভদীপ সিং সিধু পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় গায়ক। বিধানসভা নির্বাচনের আগেই তিনি কংগ্রেসে যোগদান করেন। তিনি মানসা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। আপ প্রার্থী বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি। রবিবার তাঁকে গুলি করে খুন করা হয়েছে।

আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর জানিয়েছিল নিরাপত্তা ব্যবস্থার কিছু কাটছাঁট করা হবে।সেই মতো শনিবার ৪২৪ জন ভিআইপির নিরাপত্তা তুলে নেয় আপ সরকার। এর আগে ১২২ জন প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রীদের নিরাপত্তা তুলে নেওয়া হয়।

কংগ্রেস নেতা ও গায়ক সিধুর নিরাপত্তা তুলে নিতেই ভয়াবহ হামলা হয়েছে। দলীয় নেতা খুনের পর সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির।

সিধুর পরিবারের প্রতি শোক বার্তা পাঠিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, যেভাবে দিনে দুপুরে সিধু মুশেওয়ালার হত্যা হয়েছে তা আশ্চর্যের বিষয়। পাঞ্জাব এমন একজন মানুষকে হারাল যে পাঞ্জাবের মানুষের মনের কথা বুঝতে পারত।