Amarnath Yatra: মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতদের শান্তি কামনায় যজ্ঞ করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছেন একাধিক তীর্থযাত্রীর। এবার এই অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করে শুক্রবার হোম যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং…

সম্প্রতি মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছেন একাধিক তীর্থযাত্রীর। এবার এই অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করে শুক্রবার হোম যজ্ঞ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণ সমর্থনের কথা জানান।

শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপোখরি এলাকায় পাহাড়ি মাতার মন্দিরে পুজো দিতে এসে এমনটাই জানান তিনি।

   

Advertisements

সিকিমের মুখ্যমন্ত্রী বলেন ‘তারা এনডিএ জোটসঙ্গী । সেজন্য দ্রৌপদী মুর্মুকে তারা পূর্ণ সমর্থন করবেন। দ্রৌপদী মুর্মু একজন যোগ্য প্রার্থী তিনি যদি ভারতের রাষ্ট্রপতি হন তবে ভারতের ভালই হবে।’

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News