Lok Sabha Elections: নির্বাচনী ইস্তাহার তৈরিতে মানুষের মতামত চাইল কংগ্রেস

লোকসভা নির্বাচন (Lok Sabha Elections) আসন্ন ৷ আর তার আগে নির্বাচনী ইস্তাহারে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে সেই নিয়ে সাধারণ মানুষের মতামত চাইলো…

Congress Invites Ideas for 'People's Manifesto

লোকসভা নির্বাচন (Lok Sabha Elections) আসন্ন ৷ আর তার আগে নির্বাচনী ইস্তাহারে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে সেই নিয়ে সাধারণ মানুষের মতামত চাইলো কংগ্রেস। চলতি বছরে কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। দলের পক্ষ থেকে ইস্তাহার তৈরি করার যেই কমিটি গঠন করা হয়েছে তার মাথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদাম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দলের পক্ষ থেকে এই মর্মে একটি ওয়েবসাইট এবং মেইল আইডি তৈরি করা হয়েছে যেখানে মানুষজন তাদের পরামর্শ জানাতে পারবেন।

ইস্তাহার কমিটির আহ্বায়ক টিএস সিং দেওর বলেছেন, ‘‘সাধারণ মানুষের জন্য এই ইস্তাহার তৈরি করা হয়। তাই যাদের জন্য এই ইস্তাহার তৈরি করা হয়, তাদের পরামর্শ মেনেই এবার ইস্তাহার তৈরি করবে কংগ্রেস।’’ কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এই বিষয়ে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, কংগ্রেস কোনো দল নয়, এটা হল জনগণের কণ্ঠস্বর। আমরা উচু থেকে নিচে নামার নীতিতে বিশ্বাস করি না, আমরা সাধারণ নাগরিকদের আশা-আকাঙ্খা তুলে ধরি এবং তাদের জীবনে পরিবর্তন আনার জন্য অর্থবহ নীতি নিয়ে আসি। আমাদের ২০২৪ এর ইস্তাহার কী হওয়া উচিত সে সম্পর্কে আমরা আপনাদের মতামত চাইছি, আপনারা আমাদের সঙ্গে যোগ দিন!”

   

দলের পক্ষ থেকে ১৬ সদস্যের ইস্তাহার কমিটি তৈরি করা হয়েছে তার অন্যতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার বিষয় নিয়ে আলোচনা চলছে। ওই রাজ্যের কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এই দাবি অনেকদিন আগেই তোলা হয়েছিল।