উত্তরপ্রদেশে ৮০-র ঊর্ধ্বে অধিকাংশই প্রবীণই বুথে গিয়ে ভোট দিতে চান

করোনাজনিত পরিস্থিতিতে নির্বাচন হওয়ার কারণে নির্বাচন কমিশন কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর বুথে…

election

করোনাজনিত পরিস্থিতিতে নির্বাচন হওয়ার কারণে নির্বাচন কমিশন কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর বুথে গিয়ে ভোট দিতে হবে না। বরং নির্বাচন কমিশনের প্রতিনিধিদল সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি গিয়ে তাঁদের ভোট সংগ্রহ করবেন। কিন্তু উত্তরপ্রদেশ আসন্ন বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে, অধিকাংশ প্রবীণ ভোটারই বাড়িতে বসে নয় বরং বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার কথা জানিয়েছেন।

৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য থেকে কমিশন জানিয়েছে, রাজ্যে ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ২৪.২ লক্ষ। এদের মধ্যে মাত্র ১০ হাজার জন জানিয়েছেন, তাঁরা বাড়ি থেকে ভোট দিতে চান। রাজ্যের মোরাদাবাদ জেলায় ৪০ হাজার এধরনের ভোটারের মধ্যে মাত্র ৪৬০ জন নির্বাচন কমিশনের প্রদত্ত এই বিশেষ সুবিধা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কমিশন এদিন জানিয়েছে যে, এখনও পর্যন্ত মাত্র ১০ হাজার মানুষ বাড়িতে বসে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যার মধ্যে ৭৩৯৬ জন ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক। ৩৩১২ জন বিশেষভাবে সক্ষম।

উল্লেখ্য, নির্বাচন কমিশন তাদের আইন সংশোধন করে ২০১৯ সাল থেকে ভোটার তালিকায় থাকা প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গদের নিজেদের বাড়িতে থেকেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে এ ধরনের ভোটাররা পোস্টাল ব্যালটেও ভোট দিতে পারেন। মানুষ যাতে আরও বেশি করে ভোট দিতে এগিয়ে আসে সে জন্যই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে এবারই প্রথম ৮০ বছরের উর্ধ্বে এবং করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হতে চলেছে। তবে রাজ্যের বহু মানুষের অভিযোগ, কমিশনের এ ধরনের বিশেষ সুবিধার কথা তাঁরা এখনও কিছুই জানেন না।