মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন মোদী, দাবি আরএলডি নেতার

সোমবার উত্তরপ্রদেশের বিজনৌরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর কপ্টার উড়তে পারেনি। সে কারণে ওই সভা বাতিল নয়। পরিস্থিতির…

PM Modi

সোমবার উত্তরপ্রদেশের বিজনৌরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর কপ্টার উড়তে পারেনি। সে কারণে ওই সভা বাতিল নয়। পরিস্থিতির কারণে মোদী এদিন ভার্চুয়াল সভা করেন। কিন্তু এই বিষয়টিকেই সামনে এনে মোদী তথা বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত চৌধুরী। এ দিন প্রধানমন্ত্রীর সভা বাতিলের খবর শুনে জয়ন্ত প্রশ্ন করেন, হঠাৎ করেই কি আবহাওয়া খারাপ হয়ে গেল? আসলে মোদী ভয় পাচ্ছেন। তিনি ভালই জানেন যে, তাঁরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন শেষ পাঁচ বছরে তার কোনওটাই পূরণ করেননি। তাই মানুষের মুখোমুখি হতে চাইছেন না মোদী।

মিরাট ক্যান্টনমেন্টের এক সভায় জয়ন্ত বলেন, বিজেপির প্রতিশ্রুতি ছিল আরও বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। উন্নয়ন হবে। কিন্তু কটা মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে? প্রধানমন্ত্রী আজ এখানে এলে তাঁকে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হত। সে কারণেই আবহাওয়ার গোলযোগ হল। আবহাওয়ার গোলযোগ হতেই মোদি আর এলেন না। আসলে আবহাওয়ার খারাপ হওয়া একটা অজুহাত মাত্র। মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন মোদী।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও কড়া সমালোচনা করেন তিনি। আরএলডি নেতা বলেন, আমরা মানুষের চাকরির কথা বলি। আমরা আখ চাষিদের প্রাপ্য টাকার কথা বলি। আমরা শিল্পায়নের কথা বলি। বিজেপি সরকার শিল্পায়নে সম্পূর্ণ ব্যর্থ। এখন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন ১০ মার্চের পর তাঁরা মানুষের গরম কমিয়ে দেবেন। আসলে যোগী আদিত্যনাথ বরাবরই বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি করে এসেছেন। সেই অভ্যাসটা ছাড়তে পারছেন না। রাজ্যের শিল্পায়ন করতে না পেরে তিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে উত্তরপ্রদেশের শিল্পায়নের দূত করেছেন। আসলে এভাবেই তাঁরা অভিনেত্রী কঙ্গনাকে সাহায্য করছেন, আমজনতাকে নয়।

উল্লেখ্য, বিজনৌরে আটটি বিধানসভা আসন রয়েছে। যার মধ্যে পাঁচটি বিজেপির দখলে। তিনটি আছে সমাজবাদী পার্টির ঝুলিতে। এই জেলার ৫০ শতাংশ বাসিন্দা দলিত বা মুসলিম সম্প্রদায়ের মানুষ।