পাঞ্জাব ভোটে বিজেপির মুখ ‘দেব ডি’-এর মাহি

ভোটের আবহে বড় চমক দিল পাঞ্জাব বিজেপি। পুরভোটের মুখে পদ্ম শিবিরে নাম লেখালেন বলিউড অভিনেত্রী মাহি গিল।। সোমবার দুপুরে যোগ দিলেন বিজেপি শিবিরে। গত বছর…

ভোটের আবহে বড় চমক দিল পাঞ্জাব বিজেপি। পুরভোটের মুখে পদ্ম শিবিরে নাম লেখালেন বলিউড অভিনেত্রী মাহি গিল।।

সোমবার দুপুরে যোগ দিলেন বিজেপি শিবিরে। গত বছর ডিসেম্বর মাসে কংগ্রেস প্রার্থী হরমহিন্দর সিং লাকির হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল মাহিকে। আর বছর ঘুরতেই মাহির এই মন বদল নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে অভিনেত্রীর বিজেপি যোগদান নিয়ে শোরগোল শুরু নানা মহলে।

গতবার কংগ্রেসের হয়ে প্রচারের সময় সংবাদ মাধ্যমকে মাহি জানিয়ে ছিলেন, হরমহিন্দর দীর্ঘদিনের বন্ধু, সেই কারণেই প্রচারে অংশ নেওয়া। মাহি জানিয়েছিলেন, তিনি অভিনয় নিয়ে দিব্যি রয়েছেন। রাজনীতিতে আসার কোনও পরিকল্পনাই নেই তাঁর। কিন্তু বর্তমানে নায়িকার পার্টি বদল নিয়ে উঠছে প্রশ্ন।

বিজেপিতে যোগ দিয়ে মাহি বলেন, ‘ আমি মেয়েদের উন্নতি নিয়ে কাজ করতে চাই’।

চণ্ডীগড়ের জাঠ শিখ পরিবারের মেয়ে মাহির নাম ছিল রিম্পি কৌর গিল। পরবর্তীতে নাম পাল্টে নিজের নাম ‘মাহি’ করে নেন। সেন্ট কবীর পাবলিক স্কুলে পড়ার সময় এনসিসি করতেন মাহি। স্বপ্নও ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। স্কুলের পরে মাহি চণ্ডীগড়ের কলেজ থেকে স্নাতক হন। স্বপ্নপূরণের পথে বাধ সাধল দুর্ঘটনা। সেনাবাহিনীতে আধিকারিক হওয়ার প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। এরপর যোগ দেন তিন মাসের প্রশিক্ষণপর্বে। সে সময়ে প্যারাশুটের দড়ি ছিঁড়ে গুরুতর আহত হন। এরপরই মাহির বাড়ির লোক ভয় পেয়ে যান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন মুলতুবি রেখে মাহি নাটকে স্নাতকোত্তর করতে ভর্তি হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। এমন সময়ই একটি জন্মদিনের পার্টিতে মাহিকে দেখে পছন্দ হয় অনুরাগ কাশ্যপের। তিনি তাঁকে সুযোগ দেন ‘দেব ডি’ ছবিতে।

যদিও ‘হাওয়ায়েঁ’ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ মাহি গিলের । তবে ২০০৯ সালে অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ থেকেই সবার নজরে আসেন তিনি। এই ছবিতে দারুণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান মাহি গিল। নজর কেড়েছিলেন ‘সাহেব বিবি গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেও। তবে শুধু হিন্দি ছবি নয়। পাঞ্জাবি ছবিতেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সেই সাফল্য সঙ্গে নিয়ে এবার রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী।