Election 2022: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে বিজেপির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপি। আগামী ২৭ ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট রয়েছে। তবে এই কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বঙ্গ…

Supreme Court

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপি। আগামী ২৭ ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট রয়েছে। তবে এই কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বঙ্গ বিজেপি নেতাদের আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। 

এর আগে আগামী পুর নির্বাচনগুলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা সেই মর্মে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।
রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভার, অবজারভার চেয়ে কলকাতা হাই কোর্টে বিজেপির করা জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এর পাশাপাশি রাজ্যের সদ্য সমাপ্ত হওয়া চার পুরসভা নির্বাচন বাতিল সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ জানায় এই মুহূর্তে এই মামলা র কোনও সিদ্ধান্ত নিচ্ছে না আদালত। আগামী দিনে মামলাকারির নতুন করে আবেদনের ভিত্তিতে বেঞ্চ শুনবে।