‘দলত্যাগী’ মুকুল রায়কে বিপদে ফেলতে সুপ্রিম কোর্টে শুভেন্দু

মুকুল রায় (Mukul Roy) ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা গিয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ…

মুকুল রায় (Mukul Roy) ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা গিয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের এই আবেদনে মামলা করেছেন বিজেপি বিধায়ক।

শুভেন্দু স্পিকারের নির্দেশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে মামলা না শুনে হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। দলবিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিজেপিতেই আছেন মুকুল রায়। পিটিশনের পক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণ জমা দিতে পারেননি আইনজীবীরা। সেই কারণেই পিটিশন খারিজ করা হয়েছে।’ দীর্ঘ শুনানির পর স্পিকার জানান, বিধায়ক থাকছেন মুকুল রায় ৷ তাঁর বিধায়ক পদ খারিজ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন, সেই মামলাই খারিজ করে দেওয়া হয়েছে।