নয়াদিল্লি: সরকারি কাজ, তাও আবার ট্রেন উদ্বোধন, সেখানে গাওয়া হল RSS-এর ‘গণ গীত’! শনিবার চারটি নতুন বন্দে-ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মধ্যে এর্ণাকুলাম-দিল্লি বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দিয়ে RSS-এর ‘গণ গীত’ গাওয়ানোর ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। দক্ষিণ রেলের এই কার্যকলাপের বিরুদ্ধে ‘তীব্র আন্দলন’-এর ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা মেনে নেওয়া যায় না। সরকারি কর্মসূচিতে আরএসএসের (RSS) গান অন্তর্ভুক্ত করা অন্যান্য ধর্মের বিরুদ্ধে ঘৃণা এবং সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতি ছড়ানো এবং সাংবিধানিক নীতির লঙ্ঘন।”
ক্ষোভের সুর আরও চড়িয়ে কেরল-মুখ্যমন্ত্রী এই ঘটনাকে “ধর্মনিরপেক্ষতার হত্যা” বলে উল্লেখ করেন। পিনারাই বিজয়ন বলেন, “বন্দে ভারত-এর উদ্বোধনী অনুষ্ঠানে চরম হিন্দুত্ববাদী রাজনীতির উন্মোচন দেখা গেল। এর পেছনে ছিল ধর্মনিরপেক্ষতা ধ্বংস করার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা।” দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টরকেও সংঘ পরিবার নিজেদের প্রচারে ব্যবহার করছে, এটা মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।
পিনারাই-এর পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস
মুখ্যমন্ত্রী বিজয়নের আক্রমণের পর রেল এবং সংঘের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে কংগ্রেসও। বর্ষীয়ান কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) চিঠি দিয়ে বন্দে-ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের কেন আরএসএসের গান গাইতে বলা হয়েছিল তার ব্যাখ্যা দাবি করেছেন।
তিনি লেখেন, “এটি ভারতকে ধীরে ধীরে একটি সাংবিধানিক প্রজাতন্ত্র থেকে আরএসএস-নিয়ন্ত্রিত স্বৈরতন্ত্রে রূপান্তরিত করার ছলনাময় প্রচেষ্টা। এই ধরনের প্রচারণা সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এবং আমাদের প্রতিষ্ঠানের মর্যাদাকে ক্ষুণ্ন করে”।


